Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উন্নয়ন চাইলে শেখ হাসিনার বিকল্প নেই: নওফেল


২২ নভেম্বর ২০২০ ২০:০৫

চট্টগ্রাম ব্যুরো: দেশের উন্নয়ন চাইলে শেখ হাসিনার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। রোববার (২২ নভেম্বর) চট্টগ্রাম নগরীর পাথরঘাটা ওয়ার্ডের নজুমিয়া লেইনে বিশুদ্ধ পানি সরবরাহ ও বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

স্থগিত হওয়া চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে পাথরঘাটা ওয়ার্ডে আওয়ামী লীগের মনোনীত কাউন্সিলর প্রার্থী পুলক খাস্তগীরের উদ্যোগে এই সেবা কার্যক্রম শুরু হয়।

বিজ্ঞাপন

চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনের সংসদ সদস্য মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে সাধারণ মানুষের জীবনযাত্রার উন্নয়ন হয়। অন্যরা ক্ষমতায় থাকলে শুধু নিজের ভাগ্যের উন্নয়ন করে। তাই দেশের উন্নয়ন চাইলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ছাড়া অন্য কোনো বিকল্প নেই।’

দেশজুড়ে উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য তুলে ধরে তিনি বলেন, ‘উন্নয়নের অগ্রযাত্রায় বদলে যাচ্ছে বাংলাদেশ। আজকের ডিজিটাল বাংলাদেশ আওয়ামী লীগ সরকারেরই অবদান। বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ। এত উন্নয়ন কর্মকাণ্ড সবই সম্ভব হচ্ছে একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমুখী পরিকল্পনার কারণেই। গত এগারো বছরে দেশের উন্নয়নে আওয়ামী লীগ সরকার নিরলসভাবে কাজ করছে।’

চলমান মেগা প্রকল্পের কাজ শেষ হলে চট্টগ্রাম আধুনিক প্রাকৃতিক সৌন্দর্য্যমণ্ডিত জনপদে পরিণত হবে বলেও মন্তব্য করেন শিক্ষা উপমন্ত্রী।

পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক আবু মো. আফসার উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ফজলে আজিজ বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কাউন্সিলর প্রার্থী লুৎফন্নেসা দোভাষ বেবী ও মো. সালাউদ্দিন, আব্দুস ছালাম মাসুম, নুরুল আলম মিয়া, সাবেক কাউন্সিলর তরণী সেন, নন্দিতা দাশ, ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য রাধাবাঁশি, ভক্ত দাস, মো. আনিস, বিশু চৌধুরী, নুর আহমেদ, মো. শাহজাহান, অঞ্জন সিকদার।

বিজ্ঞাপন

উন্নয়ন বিনামূল্যে চিকিৎসা সেবা বিশুদ্ধ পানি সরবরাহ শিক্ষা উপমন্ত্রী

বিজ্ঞাপন

নারায়নগঞ্জসহ ৩ জেলায় নতুন ডিসি
৯ জানুয়ারি ২০২৫ ১৫:৫০

টি-২০তে সবার আগে ৮ হাজারে তামিম
৯ জানুয়ারি ২০২৫ ১৫:৪৩

আরো

সম্পর্কিত খবর