Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম ধাপে ২৫ পৌরসভার নির্বাচন ২৮ ডিসেম্বর


২২ নভেম্বর ২০২০ ১৯:৩১ | আপডেট: ২৩ নভেম্বর ২০২০ ১২:৪৮

ঢাকা: ২৫ পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ১ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ৩ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ ডিসেম্বর। আর নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ ডিসেম্বর।

রোববার (২২ নভেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসি সূত্র জানায়, সারাদেশে ৩২৯টি পৌরসভা রয়েছে। এর মধ্যে রোববার প্রথম ধাপে ২৫ পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। প্রথম ধাপের তফসিলে সারাদেশের ২৩ জেলার ২৫ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। পৌরসভাগুলো হলো- পঞ্চগড় জেলার পঞ্চগড় পৌরসভা, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, দিনাজপুরের ফুলবাড়ি, রংপুরের বদরগঞ্জ, কুড়িগ্রাম পৌরসভা, রাজশাহীর পুঠিয়া, কাটাখালি, সিরাজগঞ্জ শাহজাদপুর, পাবনার চাটমোহর, কুষ্টিয়ার খোকসা, চুয়াডাঙ্গার সদর, বগুনার বেতাগী, পটুয়াখালীর কুয়াকাটা, বরিশালের উজিরপুর, বাকেরগঞ্জ, খুলনার চালনা, ময়মনসিংহের গফরগাঁও, নেত্রকোণার মদন, মানিকগঞ্জ সদর, ঢাকার ধামরাই, গাজীপুরের শ্রীপুর, সুনামগঞ্জের দুরাই, মৌলভীবাজারের বড়লেখা, হবিগঞ্জের শাহেস্তাগঞ্জ, চট্টগ্রামের সীতাকুন্ড।

ইসি সূত্র জানিয়েছে, বতর্মানে দেশে পৌরসভার সংখ্যা ৩২৯টি। নির্বাচন উপযোগী পৌরসভার সংখ্যা ২৫৯টি। আগামী বছরের জানুয়ারিতে মেয়াদ শেষ হবে ১১টি পৌরসভার। ফেব্রুয়ারির মধ্যে মেয়াদ শেষ হবে ১৮৫ পৌরসভার। এর মধ্যে ১ ও ২ ফেব্রুয়ারির মধ্যে মেয়াদ শেষ হবে চারটির, ১০ ফেব্রুয়ারির মধ্যে মেয়াদ শেষ হবে ৪৬টির এবং ২৮ ফেব্রুয়ারির মধ্যে মেয়াদ শেষ হবে ১৩৩ পৌরসভার। মার্চে শেষ হবে ২৮ পৌরসভার মেয়াদ। এপ্রিল থেকে নভেম্বরে শেষ হবে ৩০টির মেয়াদ।

বিজ্ঞাপন

২৫টি ২৮ ডিসেম্বর টপ নিউজ নির্বাচন কমিশন পৌরসভা নির্বাচন

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর