Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুপচাঁচিয়ায় স্কুল শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ: ধর্ষক গ্রেফতার


২২ নভেম্বর ২০২০ ১৮:৫৮

প্রতীকী ছবি

বগুড়া: দুপচাঁচিয়া উপজেলার চামরুল আটগ্রাম বেলোহালী গ্রামের এক স্কুল শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (২১ নভেম্বর) থানায় মামলা হয়েছে এবং পুলিশ ধর্ষককে গ্রেফতার করেছে।

মামলার সূত্রে জানা গেছে, ওই শিক্ষার্থীর বাবা জীবিকার তাগিদে অধিকাংশ সময় ঢাকায় থাকে। তার মেয়ে স্থানীয় একটি স্কুলে দশম শ্রেণির শিক্ষার্থী। একই গ্রামের প্রতিবেশী প্রবাসী আব্দুর রহমানের ছেলে আতিক হাসান ওরফে আইয়ুব (২৫) ওই শিক্ষার্থীকে বিভিন্ন সময় বিয়ের প্রস্তাব দিত। ঘটনার দিন (৯ অক্টোবর) রাত আনুমানিক ১০টায় বাড়িতে কেউ না থাকায় ধর্ষক আতিক হাসান ওরফে আইয়ুব বাড়িতে যায় এবং ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে। পুলিশ মামলা গ্রহণ করে মামলার একমাত্র আসামি আতিক হাসান ওরফে আইয়ুবকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

বগুড়ার দুপচাচিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলী জানান, রোববার আতিক হাসান ওরফে আইয়ুবকে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার স্কুল শিক্ষার্থীর জবানবন্দী রেকর্ড করে আদালতে ও শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুপচাঁচিয়া স্কুল শিক্ষার্থী ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর