এএসপি শিপন হত্যা: জামিন পেলেন ডা. আব্দুল্লাহ মামুন
২২ নভেম্বর ২০২০ ১৮:৩২ | আপডেট: ২৩ নভেম্বর ২০২০ ১১:০৫
ঢাকা: জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল মামুনকে ৫ হাজার টাকার মুচলেকায় জামিন মঞ্জুর করেছেন আদালত। সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম শিপনকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার হয়েছিলেন তিনি।
রোববার (২২ নভেম্বর) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মন্ডল এ আদেশ দেন।
এদিন ডা. আব্দুল্লাহ আল মামুনের পক্ষের আইনজীবী সাইফুল ইসলাম সোহেল জামিন আবেদন করেন। বিচারক শুনানি শেষে ৫ হাজার টাকা মুচলেকায় জামিনের আদেশ দেন।
এর আগে, গত ১৭ নভেম্বর সকালে মানসিক স্বাস্থ্য হাসপাতালের পাশে নিজ বাসার সামনে থেকে ডা. আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেন পুলিশ। ওই দিনই তার দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
জানা যায়, এএসপি আনিসুল মানসিক সমস্যায় ভুগছিলেন। গত ৯ নভেম্বর দুপুরে আনিসুলকে মাইন্ড এইড হাসপাতালে আনা হয়। হাসপাতালটিতে ভর্তির কিছুক্ষণ পরই কর্মচারীদের ধাস্তাধস্তি ও মারধরে তার মৃত্যু হয় বলে অভিযোগ করেন পরিবার। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এএসপি শিপন হত্যায় গ্রেফতার ডা. মামুনের মুক্তি দাবি চিকিৎসকদের
মামলায় ফার্মাসিস্ট তানভীর হাসান, মাইন্ড এইড হাসপাতালের মার্কেটিং ম্যানেজার আরিফ মাহমুদ জয়, ওয়ার্ড বয় সজীব চৌধুরী, তানিফ মোল্লা ও অসীম চন্দ্র পাল এবং কিচেন সেফ মাসুদ খান স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়াও হাসপাতালের মালিক ফাতেমা খাতুন, সমন্বয়ক রেদোয়ান সাব্বির, ওয়ার্ড বয় জোবায়ের হোসেন, লিটন আহাম্মদ ও সাইফুল ইসলাম পলাশকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
এএসপি আনিসুল করিম জামিন টপ নিউজ ডা. আব্দুল্লাহ আল মামুন মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট মুচলেকায় জামিন