Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেশন চালুর দাবিতে টিসিবির সামনে বাসদের অবস্থান কর্মসূচি


২২ নভেম্বর ২০২০ ১৭:৪৭

ঢাকা: দ্রব্যব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও ঢাকায় টিসিবির বিক্রয়কেন্দ্রের সংখ্যা বাড়ানোর দাবিতে সংস্থাটির সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বাসদ (মার্কসবাদী)। এ সময় মানুষের ন্যুনতম খাদ্য সংস্থান নিশ্চিত করতে সবার জন্য রেশন ও শ্রমজীবীদের জন্য খাদ্য ভর্তুকি দেওয়ার আহ্বান জানান নেতারা। রোববার (২২ নভেম্বর) টিসিবির সামনে অবস্থান এ অবস্থান কর্মসূচি পালিত হয়।

এ সময় বক্তারা বলেন, ‘২ কোটির অধিক মানুষের আবাসস্থল ঢাকা এখন বসবাসের অযোগ্য নগরী। দেশের মোট জিডিপির ৩৬ শতাংশ আসে ঢাকা থেকে। ফলে স্বাভাবিকভাবেই ঢাকা শহরে এই উৎপাদনের সঙ্গে যুক্ত কোটি মানুষের বাস। এদের মধ্যে খুব অল্প সংখ্যক বিত্তশালী, বেশিরভাগই গরীব-নিম্নবিত্ত-মধ্যবিত্ত শ্রেণির। এদের বেতনের ৮০ শতাংশ বাড়ি ভাড়া দিতে হয়। গত দশ বছরে আটবার বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম, সাতবার বেড়েছে গ্যাসের দাম, গত এক বছরে দুবার বেড়েছে ওয়াসার পানির দামও বেড়েছে। এছাড়া নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামও বাড়ছে ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত।

বিজ্ঞাপন

বক্তরা বলেন, এই দিশেহারা অবস্থায় মানুষের টিকে থাকার জন্য ঢাকা শহরে টিসিবির বিক্রয়কেন্দ্রের সংখ্যা বাড়ানো দরকার, আরও বেশি নিত্যপ্রয়োজনীয় সামগ্রী এতে যুক্ত করা দরকার। এখন মানুষ টিসিবির বিক্রয়কেন্দ্রে প্রতি লিটার তেলে প্রায় ৩৫ টাকা, প্রতি কেজি পেঁয়াজে ৩০ টাকা, চিনিতে ১৫ টাকা, আলুতে ১৫ টাকা করে ভর্তুকি পাচ্ছেন। এইটুকু ভর্তুকির জন্য তারা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকেন। শ্রমজীবী-চাকুরিজীবী মানুষের বেশিক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। ফলে টিসিবির বিক্রয়কেন্দ্রের সংখ্যা বাড়ানো জরুরি।

বিজ্ঞাপন

তারা জানান, করোনাকালে সারাদেশে পরিবার প্রতি ২০ শতাংশ আয় কমেছে। ৫ কোটি মানুষ বেকার হয়েছে এবং দারিদ্র্যের হার ১০ থেকে বেড়ে ২৯ শতাংশ হয়েছে। এ সময় মানুষের ন্যুনতম খাদ্য সংস্থান নিশ্চিত করতে দরকার সবার জন্য রেশন ও শ্রমজীবীদের জন্য খাদ্য ভর্তুকি। করোনার শুরু থেকে এ দাবি আমরা করছি। বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের জীবন অতিষ্ঠ। এ জন্য টিসিবির বিক্রয়কেন্দ্রে চাল, আটাসহ সব নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির দাবি জানানো হয়।

বাসদের নগর শাখার ইনচার্জ নাঈমা খালেদ মনিকার সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন সীমা দত্ত, পল্টন শাখার নেতা সুষ্মিতা সুপ্তি, মিরপুরে নেতা শহিদুল ইসলাম, কড়াইল শাখার নেতা নাজমিন আক্তার শারমিন ও শাহবাগের নেতা সালমান সিদ্দিকী। সভা পরিচালনা করেন রাফিকুজ্জামান ফরিদ।

অবস্থান টিসিবি বাসদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর