Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণতান্ত্রিক সব রাজনৈতিক দলের জন্য একই সুযোগ নিশ্চিতের দাবি


২২ নভেম্বর ২০২০ ১৭:০৪

ঢাকা: গণতান্ত্রিক সব রাজনৈতিক দলের জন্য একই সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, ‘সরকারি দলকেই আগে প্রমাণ করতে হবে যে তারা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না। সরকারি দল যদি সত্যি সত্যি এটা বিশ্বাস করে যে, সব রাজনৈতিক দলের অংশগ্রহণ ও পরিচর্যায় গণতন্ত্র বিকশিত হয়; তাহলে গণতান্ত্রিক সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।’

বিজ্ঞাপন

রোববার (২২ নভেম্বর) পার্টির ঢাকা মহানগরীর সভায় তিনি এসব কথা বলেন। পার্টির মহানগর কমিটির সভাপতি আকবর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন- পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আবু হাসান টিপু, মহানগর কমিটির সম্পাদক মোফাজ্জল হোসেন মোশতাক, ইমরান হোসেনসহ অন্যরা।

সভায় পার্টির ঢাকা মহানগরের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয় এবং ২৪ নভেম্বর বিকাল ৪টায় পার্টির ঢাকা মহানগরের সদস্যদের সাধারণ সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়।

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গতকাল শনিবার দেওয়া ‘প্রতিশোধের রাজনীতি গণতন্ত্রের জন্য সুখকর নয়’ বক্তব্যকে স্বাগত জানান সাইফুল হক। তিনি বলেন, ‘তার (ওবায়দুল কাদের) এই বিলম্বিত উপলব্ধি গুরুত্বপূর্ণ। এখন সরকারি দলকে বিশ্বাসযোগ্যভাবে এটা দেখাতে হবে রাজনৈতিক বিরোধীদের নির্মূল করার কলাকৌশল থেকে তারা সরে এসেছেন।’

সরকারি দলের সাধারণ সম্পাদকের বক্তব্য নিছক প্রচারসর্বস্বতায় পরিণত হবে না উল্লেখ করে এই বাম নেতা বলেন, ‘বাস্তবেই তারা মানুষের ভোটের অধিকারসহ গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে তারা রাজনৈতিক উদ্যোগ গ্রহণ করবে। আশা করি বিরোধী রাজনৈতিক দল ও জনগণকে আস্থায় নিয়ে সহনশীল গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির পথ তারা উন্মুক্ত করবেন।’

গণতান্ত্রিক প্রতিশোধের রাজনীতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাইফুল হক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর