Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তরায় হাতবোমা উদ্ধারের ঘটনায় গ্রেফতার আরও ৪


২২ নভেম্বর ২০২০ ১৩:৩৭ | আপডেট: ২২ নভেম্বর ২০২০ ১৭:০৪

ঢাকা: রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে ৩১টি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধারের ঘটনায় আরও চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা জোনাল টিম।  গ্রেফতার ব্যক্তিরা উত্তরা পশ্চিম থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলার আসামি।

রোববার (২২ নভেম্বর) সকালে ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন- মো. সোহরাব হোসেন (২১), মো. তৌহিদুল ইসলাম (২২), মো. সেলিম মিয়া (৩২) ও মো. উজ্জল মিয়া (২৪)।

উত্তরায় বোমা উদ্ধার, ঘটনাস্থলে বোম ডিসপোজাল ইউনিট

উপ-কমিশনার মো. ওয়ালিদ হোসেন বলেন, শনিবার উত্তরা পশ্চিম ও তুরাগ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে উত্তরা জোনাল টিম।

প্রসঙ্গত, শুক্রবার উত্তরা পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩১টি হাতবোমাসহ মামুন পারভেজ ও সুমন শেখকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় বিস্ফোরক দ্রব্যাদি আইনে একটি মামলা রুজু হয়।

‘যুবদল নেতার তথ্যেই উত্তরায় ৩১টি বোমা উদ্ধার’

উত্তরায় হাতবোমা উদ্ধার গ্রেফতার টপ নিউজ বোমা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর