Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, বন্ধ খুলনার রেল যোগাযোগ


২১ নভেম্বর ২০২০ ২২:২৭

যশোর: জেলার নতুন বাস টার্মিনালের কাছে মুড়লী রেলক্রসিংয়ে খুলনাগামী একটি ট্রেনের সাথে কয়লাবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়েছে। দুর্ঘটনার পর থেকেই খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এতে ট্রাকের চালক আকবর আলী (৪৫) ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় ট্রাকের হেলপার (৩৫) গুরুতর আহত হয়েছেন, তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যা সাতটার দিকে একটি ট্রেন মুড়লী মোড় রেলক্রসিং অতিক্রম করছিল। তার ঠিক আগমুহূর্তে যশোরমুখী একটি ট্রাক ট্রেন লাইনের ওপর উঠে গেলে ট্রেনের সাথে ধাক্কা খায়। ট্রেনটি লাইনের ওপর থাকা ট্রাকটিকে ঠেলতে ঠেলতে বেশ কিছুদুর নিয়ে যায়। এরপর চালক ট্রেনটি থামাতে সমর্থ হন। পরে স্থানীয়রা ট্রাক থেকে আকবর আলীকে মৃত অবস্থায় উদ্ধার করেন। আর হেলপারকে গুরুতর আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্ঘটনার পর থেকেই খুলনার সাথে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ট্রেনের চালক সৈয়দ আবু বকর সিদ্দিক বলেন, ‘ঘটনার সময় ট্রেনের গতি ছিল ৬৮ কিলোমিটার। রেলক্রসিংয়ের গেটম্যানের গ্রিন সিগন্যাল পেয়ে একই গতিতে ট্রেন চালানো হচ্ছিল। কিন্তু গেটের একদম কাছে পৌঁছলে গেটম্যান হঠাৎ করে রেড সিগন্যাল দেখায়। তখন আর কিছুই করার ছিল না। ট্রেনের ধাক্কায় ট্রাকে থাকা কয়লার গুড়ো চারিদিকে ছড়িয়ে অন্ধকার হয়ে পড়ে।’

আবু বকর সিদ্দিক আরও বলেন, ‘খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন যশোরের উদ্দেশে রওনা হয়েছে। উদ্ধারকারী ট্রেন পৌঁছে রেল লাইন পরিস্কার করার পর আবার ট্রেন চলাচল স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।’

বিজ্ঞাপন

কয়লাবোঝাই ট্রাক রেল যোগাযোগ রেলক্রসিং সংঘর্ষ

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর