Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উন্নয়ন অব্যাহত রাখতে হাসিনা গাজীকে ফের মেয়র নির্বাচিত করার দাবি


২১ নভেম্বর ২০২০ ২২:০৮ | আপডেট: ২১ নভেম্বর ২০২০ ২২:১১

নারায়ণগঞ্জ: জেলার রূপগ‌ঞ্জে আসন্ন তারাবো পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি আলোচনা সভা অনু‌ষ্ঠিত হয়েছে। শ‌নিবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার কবরস্থান রোড এলাকায় এ আলোচনা সভা অনু‌ষ্ঠিত হয়।

সভায় বক্তারা, তারা‌বো পৌরসভার উন্নয়‌নের ধারা অব্যাহত রাখতে রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামী ম‌হিলা লী‌গের সভাপ‌তি ও তারাবো পৌরসভার সফল মেয়র হাসিনা গাজী‌কে পুনরায় মেয়র নির্বা‌চিত করা দাবি জানান। এছাড়া, তারা‌বো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিএম আতিকুর রহমানকে পুনরায় কাউন্সিলর নির্বা‌চিত করার দাবি জানান বক্তারা।

বিজ্ঞাপন

তারা‌বো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউ‌ন্সিলর বিএম আতিকুর রহমানের সভাপ‌তি‌ত্বে সভায় প্রধান অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন- রূপগঞ্জ উপ‌জেলা স্বেচ্ছা‌সেবক লী‌গের সভাপ‌তি মাহাবুবুর রহমান মে‌হের।

রূপগঞ্জ গ্রাজু‌য়েট অ্যাসো‌সি‌য়েশ‌নের সভাপ‌তি ইউসূফ চৌধুরীর সঞ্চালনায় সভায় আরও উপ‌স্থিত ছি‌লেন- ঢাকা মহানগর উত্তর যুবলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক মিজানুর রহমান বকুল, তারা‌বো পৌরসভা আওয়ামী লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক এনামুল হক রতন, তারাবো পৌর যুবলীগ নেতা তারিকুল ইসলাম শাকিল ভূঁইয়া, তারা‌বো পৌরসভা যুবলী‌গের যুগ্মসম্পাদক আব্দুর র‌শিদ, তারা‌বো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লী‌গের সি‌নিয়র সহসভাপ‌তি শ‌ফিকুল হক ম‌নি‌রসহ অনে‌কে।

আলোচনা সভা তারা‌বো পৌরসভা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর