Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এএসপি শিপন হত্যায় গ্রেফতার ডা. মামুনের মুক্তি দাবি চিকিৎসকদের


২১ নভেম্বর ২০২০ ২০:১০

ঢাকা: রাজধানীর মাইন্ড এইড হাসপাতালে সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম শিপন হত্যা মামলায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতারের প্রতিবাদে সমাবেশ করেছেন তার সহকর্মীসহ অন্যান্য চিকিৎসকরা। দায়িত্বে অবহেলার অভিযোগ এনে ডা. মামুনকে হাতকড়া পরানোয় ক্ষোভ প্রকাশ করে চিকিৎসকরা বলেন, ‘দায়িত্বে অবহেলা আর হত্যাকাণ্ডে সম্পৃক্ততা এক কথা নয়। হত্যাকাণ্ডে তাঁর কোনো সম্পৃক্ততা প্রমাণিত হয়নি।’

বিজ্ঞাপন

শনিবার (২১ নভেম্বর) জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল প্রাঙ্গণে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইক্রিয়াট্রিস্ট’র আয়োজিত এক সংহতি সমাবেশে এসব দাবি জানান চিকিৎসকরা। এ সময় ডা. আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতারের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের পাশাপাশি অনতিবিলম্বে ‘চিকিৎসক সুরক্ষা আইন’ বাস্তবায়নের দাবি জানান চিকিৎসকরা।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইক্রিয়াট্রিস্ট’র সাধারণ সম্পাদক ডা. তারেকুল আলম বলেন, ‘আমাদের কর্মবিরতি চলছে। পরবর্তী করণীয় বিষয়ে বিভিন্ন সোসাইটির কাছে চিঠি পাঠানো হয়েছে। আগামীকাল অথবা পরশুদিন সব সোসাইটির সঙ্গে আমাদের জরুরি মিটিং হবে। এ ব্যাপারে তারাও একটি নীতিগত সিদ্ধান্তে পৌঁছার চেষ্টা করছেন যে, আগামী মঙ্গলবার সারাদেশে বেসরকারি পর্যায়ের সকল প্রতিষ্ঠানে স্বাস্থ্যসেবা বন্ধ রাখা হবে। আগামী মিটিংয়ে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।’

এসময় স্বাধীনতা চিকিৎসক ফোরাম (স্বাচিপ) ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সঙ্গে অ্যাসোসিয়েশন অব সাইক্রিয়াট্রিস্ট’র আলোচনায় বসার পরিকল্পনা রয়েছে বলেও জানান ডা. তারেকুল আলম।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইক্রিয়াট্রিস্ট’র প্রতিবাদের সঙ্গে সংহতি প্রকাশ করে স্বাচিপের সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান বলেন, ‘আপনারা যদি নিজেরা কর্মসূচি দেন, বিএমএ ও স্বাচিপ আপনাদের কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করবে।’

স্বাচিপের মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ বলেন, ‘সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম শিপন হত্যা মামলা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে। পুলিশ কর্মকর্তার বক্তব্য এবং তাদের তৎপরতা খুবই দুঃখজনক।’

বিজ্ঞাপন

সমাবেশে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিজের (এফডিএসআর) উপদেষ্টা ডা. আব্দুন নূর তুষার বলেন, ‘আজকের এই আন্দোলন শুধুমাত্র বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টসের আন্দোলন নয় বরং এটি দেশের সকল ডাক্তারদের আন্দোলন। ডা. আব্দুল্লাহ আল মামুনের সাথে ঘটে যাওয়া ঘটনাটি দেশের প্রথম ঘটনা নয়। আমরা এর আগে সামাজিক যোগাযোগসহ বিভিন্ন গণমাধ্যমে দেখেছি, পুলিশের কনস্টেবল, এসআই পর্যায়ের কর্মকর্তা হয়ে একজন চিকিৎসকের গায়ে হাত তুলেছেন।’

আমাদের বিশেষজ্ঞ ডাক্তারকে বিনা অপরাধে, বিনা অজুহাতে, কেবলমাত্র সন্দেহের কারণে ধরে নিয়ে যাওয়া হয়েছে উল্লেখ কের তিনি আরও বলেন, ‘আমাদের দেশের সিস্টেম, আমাদের কর্তৃপক্ষ, আমাদের ব্যবস্থা ডাক্তারদের প্রতি সমআচরণ করছে না। বাংলাদেশের সাধারণ মানুষের প্রাণ বাঁচানোসহ তাদের চিকিৎসা এবং একের পর এক স্বাস্থ্য বিভাগ যে কৃতিত্ব দাবি করে আসছে, সেই কৃতিত্ব চিকিৎসক ছাড়া অন্য কেউ অর্জন করে দেয়নি। সুতরাং আমরা কোনো ভিক্ষা চাই না। আমরা আমাদের ন্যায্য অধিকার চাই। এই দাবি কোনো রাজনৈতিক দাবি না, এই দাবি কোনো পক্ষের দাবি না। এই দাবি পেশাগত একটি সম্প্রদায়ের স্বাধীনভাবে নির্ভয়ে পেশাগত দ্বায়িত্ব পালন করার দাবি।’

উল্লেখ্য, সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম শিপনকে হাসপাতালে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ১৭ নভেম্বর গ্রেফতার করা হয় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল মামুনকে।

এএসপি শিপন হত্যা ডা. আব্দুল্লাহ আল মামুন প্রতিবাদ সমাবেশ মাইন্ড এইড হাসপাতাল রেজিস্ট্রার

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর