Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাফার গোডাউন নির্মাণ কাজ দ্রুত শেষ করার নির্দেশনা প্রতিমন্ত্রীর


২১ নভেম্বর ২০২০ ১৮:৫৮

ঢাকা: সারের মজুদ সক্ষমতা বৃদ্ধির জন্য নির্মাণাধীন বাফার গোডাউনগুলোর কাজ দ্রুত শেষ করার নির্দেশনা দিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। তিনি গুদামজাত সার যাতে কোনো প্রকার অপচয় ও নষ্ট না হয় সে বিষয়ে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনাও দেন।

শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) আয়োজিত ব্যবস্থাপনা পরিচালক সম্মেলন-২০২০ এর উদ্বোধনকালে শিল্প প্রতিমন্ত্রী এসব নির্দেশনা দেন। ভার্চুয়ালিএই সম্মেলন সভাপতিত্ব করেন বিসিআইসি’র চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান।

বিজ্ঞাপন

শিল্প প্রতিমন্ত্রী বলেন, ‘সারের জন্য বরাদ্দকৃত অর্থ যাতে বিসিআইসির অনুকূলে বরাদ্দ দেওয়া হয় সেজন্য শিল্প মন্ত্রণালয় কাজ করছে। শিল্প কারখানাগুলোর আধুনিকায়ন ও মেরামতের পাশাপাশি পুরনো জরাজীর্ণ কারখানায় অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন উচ্চ উৎপাদনশীল ও পরিবেশবান্ধব নতুন শিল্প কারখানা স্থাপনের বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে। এজন্য বেসরকারি খাতে দেশি-বিদেশি বিনিয়োগ উৎসাহিত করা হচ্ছে।’

শিল্প প্রতিমন্ত্রী তার বক্তৃতায় করোনার এসময়ে স্বাস্থ্যবিধি মেনে উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখায় বিসিআইসি কর্তৃপক্ষসহ কারখানাসমূহের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের ধন্যবাদ জানান। তিনি এসময় কারখানার শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিমন্ত্রী কারখানা নিয়মিত মেরামত করা এবং উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে ব্যবস্থাপনা পরিচালকদের সবসময় তৎপর থাকতে বলেন। প্রতিমন্ত্রী কারখানার উন্নয়নে ট্রেড ইউনিয়নের নেতাদের বেশি কাজ করার পরামর্শ দিয়ে বলেন, ‘ট্রেড ইউনিয়নের নেতারা নিয়মিত কাজ করলে কারখানার অন্যান্য শ্রমিকরাও কাজ করতে উৎসাহিত হবেন।’

বিজ্ঞাপন

গুদামজাত সার বাফার গোডাউন শিল্প প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর