Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় আরও ২৮ জনের মৃত্যু, নমুনা পরীক্ষা কমায় শনাক্ত কম


২১ নভেম্বর ২০২০ ১৬:৩২ | আপডেট: ২১ নভেম্বর ২০২০ ১৯:৫১

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছে আরও ২৮ জন। এই সময়ে দেশের ১১৭টি ল্যাবে ১২ হাজার ৬৪৩টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৮৪৭ জনের মাঝে কোভিড-১৯ সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। ১৫ নভেম্বর পরবর্তী সময়ে কোভিড-১৯ শনাক্তকরণের নমুনা পরীক্ষা ১৪ হাজারের কম হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৯২১ জন।

দেশে ৮ মার্চ কোভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর শুক্রবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৩৫০ জনে। এই সময়ে মোট ৪ লাখ ৪৫ হাজার ২৮১ জনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৩ লাখ ৬০ হাজার ৩৫২ জন।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ১২ হাজার ৪৫৮টি। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৬৪৩টি। দেশে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২৬ লাখ ৩৫ হাজার ২০২টি।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ দশমিক ৬১ শতাংশ। দেশে এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৯০ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৯৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৮ জনের মধ্যে পুরুষ ১৮ জন এবং নারী ১০ জন। ২৮ জনের মধ্যে ১৭ জনই ঢাকা বিভাগের বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। বাকিদের মধ্যে চট্টগ্রাম বিভাগে তিন জন, রাজশাহী বিভাগে তিন জন, খুলনা বিভাগে দুইজন, বরিশাল বিভাগে দুইজন, সিলেট বিভাগে একজন ও রংপুর বিভাগের রয়েছেন এক জন। ২৮ জনই হাসপাতালে মারা গেছেন।

বিজ্ঞাপন

দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪ হাজার ৮৮১ জন পুরুষ মারা গেছেন। অন্যদিকে ১ হাজার ৪৬৯ জন নারী মারা গেছেন। শতকরা হিসেবে পুরুষ ৭৬ দশমিক ৮৭ শতাংশ, নারী ২৩ দশমিক ১৩ শতাংশ।

বয়স বিবেচনায় ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে রয়েছেন একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এক জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয় জন, বাকি ১৯ জন ষাটোর্ধ্ব।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ১ হাজার ৯২১ জনের মধ্যে ঢাকা বিভাগের রয়েছেন এক হাজার ৪৫০ জন, চট্টগ্রাম বিভাগে ৩৫৩ জন, রংপুর বিভাগে ১৩ জন, খুলনা বিভাগে ১৫ জন, বরিশাল বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ৪২ জন ও সিলেট বিভাগে ২৩ জন।

করোনা মৃতের সংখ্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর