Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মর্গে মৃত নারীদের ধর্ষণ: আসামির দোষ স্বীকার


২০ নভেম্বর ২০২০ ১৯:১৫

ঢাকা: শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গেই মৃত নারীদের ধর্ষণ করার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার ডোম মুন্না ভগত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

শুক্রবার (২০ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ ফৌজদারি কার্যবিধি আইনের ধারা ১৬৪ অনুসারে তার জবানবন্দি রেকর্ড করেন।

এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা সিআইডির এসআই নিউটন কুমার দত্ত আসামিকে আদালতে হাজির করেন। এরপর আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তা রেকর্ড করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তাকে গ্রেফতার করে সিআইডি।

জানা যায়, রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে জতন কুমার লালের সহযোগী হিসেবে কাজ করতেন মুন্না। তিনি দুই-তিন বছর ধরে মর্গে থাকা মৃত নারীদের ধর্ষণ করে আসছিলেন, এমন অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে মুন্নাকে গ্রেফতার করে সিআইডি।

ওই ঘটনায় সিআইডির পুলিশ পরিদর্শক জেহাদ হোসেন বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শেরেবাংলা নগর থানায় মামলাটি দায়ের করেন।

মর্গ মুন্না ভগত মৃত নারী ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর