Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতির পিতার প্রতিকৃতিতে মহানগর উত্তর আ.লীগের শ্রদ্ধা


২০ নভেম্বর ২০২০ ০০:৪৩ | আপডেট: ২০ নভেম্বর ২০২০ ১৬:০৯

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা মহনগর উত্তর আওয়ামী লীগ। পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির নেতৃত্বে কমিটির সদস্যরা এই শ্রদ্ধা নিবেদনে অংশ নেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তারা।

ঢাকা মহনগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় যারা দলের দুর্দিনে দলের জন্য কাজ করেছেন, সেই ত্যাগী-মেধাবী-আদর্শিক ও দক্ষ সংগঠকদের সমন্বয়ে একটি সুন্দর কমিটি উপহার দেওয়া হয়েছে। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতারা দলের যেকোনো প্রয়োজনে সবসময় রাজপথে থাকবে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডগুলো যেন সঠিকভাবে বাস্তবায়ন হয়, সে লক্ষ্যে কাজ করে যাবে।

আরও পড়ুন- ঢাকা মহানগর উত্তর আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা [তালিকাসহ]

সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি বলেন, রাজপথে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম হয়েছে। এ দেশের নিপীড়িত-শোষিত ও বঞ্চিতদের অধিকার আদায়ে বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় সাধারণ জনগণের পাশে থেকে লড়াই-সংগ্রাম করেছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল। এসব উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটি ইউনিটকে সর্বদা সচেষ্ট থাকতে হবে। দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ অতীতের মতো সবসময় সচেষ্ট থাকবে।

বিজ্ঞাপন

এসময় নবগঠিত কমিটির সহসভাপতি আসলামুল হক, আব্দুল কাদের খান, নাজিম উদ্দিন, ওয়াকিল উদ্দিন, যুগ্মসাধারণ সম্পাদক হাবিব হাসান, মতিউর রহমান মতি, জহিরুল হক জিল্লু, দফতর সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পী, ধর্ম বিষয়ক সম্পাদক সুলতান আহমেদ আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক মিনহাজুল ইসলাম মিজু, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এস এম মাহবুব আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, এ বি এম মাজহার আনাম, সহ-দফতর সম্পাদক আবদুল আউয়াল শেখ, কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার সালাম চৌধুরী, সদস্য বরিউল ইসলাম রবিসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ বঙ্গবন্ধুর প্রতিকৃতি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর