গজারিয়ায় লঞ্চে ডাকাতি
২০ নভেম্বর ২০২০ ০৯:১১ | আপডেট: ২০ নভেম্বর ২০২০ ০৯:৪৯
মুন্সীগঞ্জ ও চাঁদপুর: নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরের মতলবের উদ্দেশে ছেড়ে যাওয়া এমভি মকবুল-২ নামের লঞ্চ ডাকাতের কবলে পড়েছিল। যাত্রীদের অভিযোগ, ডাকাত দল মাঝ নদী থেকে লঞ্চের যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন, সোনার অলংকার ও কয়েক লাখ টাকা ডাকাতি করে নিয়ে গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১১টার দিকে এমভি মকবুল এই ডাকাতির শিকার হয়। নারায়ণগঞ্জ থেকে রাত ৯টায় ছেড়ে যাওয়া লঞ্চটি মেঘনা নদীতে গজারিয়া এলাকায় পৌঁছালে ডাকাত দল তাতে হামলা করে।
এমভি মকবুলের যাত্রীরা জানিয়েছেন, লঞ্চটি গজারিয়া এলাকায় পৌঁছালে লঞ্চটি মুন্সীগঞ্জের গজারিয়া এলাকায় মেঘনা নদী অতিক্রমের সময় কয়েকটি স্পিডবোটে করে ২০ জনের একদল ডাকাত লঞ্চে উঠে পড়ে। এসময় তারা আগ্নেয়াস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে লঞ্চে থাকা যাত্রীদের ভয়-ভীতি দেখায়। ডাকাত দল লঞ্চের যাত্রীদের কাছ থেকে কয়েক লাখ নগদ টাকা, সোনার অলংকার ও মোবাইল ফোন লুট করে ফের স্পিডবোটে করে চলে যায়।
গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ উপরিদর্শক (এসআই) মুজিবুর বলেন, এমভি মকবুল-২ নামে একটি লঞ্চে মেঘনার গজারিয়া এলাকায় ডাকাতি হয়েছে বলে যাত্রীরা এসে পুলিশের কাছে অভিযোগ করেছেন। ডাকাত দল ৩০ থেকে ৪০ জনের মোবাইল সেট, কয়েক লাখ টাকা ও বিভিন্ন ব্যক্তির কাছে থাকা মালামাল লুট করে নিয়ে গেছে।
এসআই মুজিবুর জানান, ডাকাতরা লঞ্চে আতঙ্ক ছড়াতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে বলেও জানিয়েছেন যাত্রীরা। খবর পেয়ে নৌপুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর আগেই ডাকাতরা পালিয়ে যায়। তবে চাঁদপুরের মতলব উত্তর থানা ও মুন্সীগঞ্জের গজারিয়া থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ডাকাতদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান এসআই মুজিবুর। তাদের দ্রুতই শনাক্ত করে গ্রেফতার করা হবে বলে জানান তিনি।