‘রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন শেখ হাসিনা’
১৯ নভেম্বর ২০২০ ২২:৫৬ | আপডেট: ১৯ নভেম্বর ২০২০ ২৩:০৪
ঢাকা: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, অনেক সমস্যা থাকার পরও মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে ও তাদের প্রতি মানবিক ভূমিকা রেখে বিশ্বের বুকে দৃষ্টান্ত স্থাপন করেছেন ‘মানবতার মা’ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনাকালেও অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জীবন স্বাভাবিক রাখতে প্রণোদনা কার্যক্রম গ্রহণ করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সংসদ ভবনের নিজ কার্যালয়ে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি সিউআখের সঙ্গে সাক্ষাৎকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এসব কথা বলেন। সাক্ষাৎকালে তারা দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্যের প্রসার, করোনাকালীন বাংলাদেশে অনুষ্ঠেয় সংসদ অধিবেশন, বাংলাদেশে নারীর ক্ষমতায়ন, অভিবাসন ইস্যু, এসডিজি অর্জনে বাংলাদেশের অগ্রগতি নিয়ে আলোচনা করেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘কোভিড-১৯ সময়ে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে অনুষ্ঠেয় অধিবেশনে কোভিড টেস্টসহ সব কার্যক্রমে সতর্কতা অবলম্বন করা হয়েছে।’ রাষ্ট্রদূত নাথালি এসময় সবরকম সতর্কতা মেনে সফলতার সাথে অধিবেশন শেষ করায় স্পিকারের প্রশংসা করেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, “বাংলাদেশ নারীর ক্ষমতায়নের উজ্জ্বল দৃষ্টান্ত। বর্তমানে সংসদে ২৩ জন নির্বাচিত নারী সংসদ সদস্য এবং ৫০ জন সংরক্ষিত নারী সংসদ সদস্য বিদ্যমান। প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী, স্পিকারের তিনজনই নারী। ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত নারীদের ভূমিকা অসামান্য। বর্তমানে সংসদ সদস্যরা বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু মৃত্যুহার হ্রাস, মাতৃমৃত্যুহার হ্রাসসহ বিভিন্ন সামাজিক ব্যাধি প্রতিরোধে নিজ নিজ এলাকায় উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছেন। ইউএনডিপি বাংলাদেশের সহায়তায় উদ্ভাবিত ‘মাই কনস্টিটিউয়েন্সি’ অ্যাপ এক্ষেত্রে সাহায্য করছে।”
রাষ্ট্রদূত নাথালি সিউআখ, রাজনীতিসহ সব ক্ষেত্রে নারীর অংশগ্রহণ, কোভিডকালীন সময়ে সরকারের অর্থনীতির চাকা সচল রাখার প্রচেষ্টা এবং এসডিজি অর্জনে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন।
স্পিকার বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্যের প্রসারে সুইজারল্যান্ডের ধারাবাহিক সহযোগিতা কামনা করেন। নাথালি সিউআখ বাংলাদেশকে অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধুপ্রতীম দেশ হিসেবে অভিহিত করে বলেন, ‘পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে।’
এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার মা রোহিঙ্গা স্পিকার ড.শিরীন শারমিন