Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ম্যাজিস্ট্রেট আসছে শুনে নোয়াখালীতে পালালো বর, বরযাত্রী


১৯ নভেম্বর ২০২০ ২২:০৪

নোয়াখালী: জেলার চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের লক্ষণপুর গ্রামে অভিযান চালিয়ে এক স্কুল শিক্ষার্থীর বাল্যবিয়ে ঠেকিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এদিকে, ম্যাজিস্ট্রেট আসছে শুনেই বর ও বরযাত্রী কনের বাড়ি পৌঁছার আগেই পালিয়ে যায়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

এসময় অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দেওয়ার অপরাধে কনের বাবা আলি আহম্মদকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং ১৮ বছরের আগে মেয়েকে বিয়ে দিবেনা না মর্মে তার কাছ থেকে অঙ্গীকারনামা নেওয়া হয়েছে।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম মুসা জানান, ৭ম শ্রেণিতে পড়া শেষ করে গত ৩ বছর থেকে ওই ছাত্রী লেখাপড়া বন্ধ করে বাড়িতে রয়েছে। পার্শ্ববর্তী বদলকোট ইউনিয়নের রাজ্জাকপুর গ্রামের আবুল বাসারের ছেলে মো. রায়হানের (২৫) সাথে পারিবারিকভাবে আজ তার বিয়ে হওয়ার কথা ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে, বাল্যবিয়ে দেওয়ার অপরাধে বাবাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং ১৮ বছরের আগে মেয়েকে বিয়ে দেবেন না না মর্মে পরিবারের কাছ থেকে অঙ্গীকারনামা নেওয়া হয় বলেও জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বর ও বরযাত্রী বাল্যবিয়ে ভ্রাম্যমাণ আদালত ম্যাজিস্ট্রেট

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর