প্রথম আলো সম্পাদকসহ ৯ জনের বিরুদ্ধে মামলায় জেএসডি’র উদ্বেগ
১৯ নভেম্বর ২০২০ ২১:২৯ | আপডেট: ১৯ নভেম্বর ২০২০ ২১:৪১
ঢাকা: ‘কিশোর আলো’র অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাইমুল আবরার রাহাতের মৃত্যুর ঘটনায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ ৯ জনের বিরুদ্ধে দায়ের করা মামলা নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। এই মামলাটিকে সরকার গণতন্ত্রের ‘চতুর্থ স্তম্ভ’ সংবাদপত্রের কণ্ঠরোধের অপকৌশল হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছে দলটি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দলের সভাপতি আ স ম আবদুর রব এক বিবৃতিতে এই উদ্বেগ ও অভিযোগের কথা জানিয়েছেন।
বিবৃতিতে রব বলেন, আইনের শাসন প্রতিষ্ঠার ‘নৈতিক কর্তব্যবোধ’ থেকে নয়, এ মামলাটি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ ‘সংবাদপত্রের কণ্ঠরোধে’র অপকৌশল হিসেবে সরকার ব্যবহার করছে, যা খুবই উদ্বেগজনক। গণমাধ্যম বা সংবাদপত্রকে সংকুচিত করে সমাজ থেকে ‘সত্য’ ও ‘ন্যায়’ বিতাড়িত করতে সরকারের বহু উদ্যোগ দেশবাসী প্রতিনিয়ত প্রত্যক্ষ করছে।
ঢাকা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে ‘কিশোর আলো’র অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় নবম শ্রেণির শিক্ষার্থী নাইমুল আবরার রাহাত। এ ঘটনায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং উপসম্পাদক ও কিশোর আলো সম্পাদক আনিসুল হকসহ ১০ জনের নামে মামলা দায়ের করা হয়েছিল। তাদের ১০ জনকে অভিযুক্ত করেই পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে আদালত আনিসুল হককে অভিযোগ থেকে অব্যাহতি দিলে প্রথম আলো সম্পাদকসহ বাকি আট জনের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে।
এই মামলা নিয়ে উদ্বেগ জানিয়ে আ স ম আবদুর রব বলেন, মুক্ত চিন্তা ও সত্য চর্চা ছাড়া সমাজ কারও জন্য সুফল বয়ে আনতে পারে না। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে এবং সত্য উম্মোচনের ক্ষেত্রে যতগুলো পত্রিকা আছে, তার মধ্যে অন্যতম প্রথম আলো। মর্মান্তিক একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে প্রথম আলোকে বাগে আনা বা শায়েস্তা করা বা জিঘাংসার বশবর্তী হয়ে পত্রিকাকে সংকটগ্রস্ত করার সরকারের দুরভিসন্ধির বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
নাইমুল আবরারের মৃত্যুকে ‘সর্বোচ্চ বেদনাদায়ক ও অনাকাঙ্ক্ষিত অভিহিত করে রব বলেন, এ ধরনের মর্মান্তিক মৃত্যু আমাদের যেন প্রত্যক্ষ করতে না হয়, সেজন্য আমাদের সবাইকে আরও সতর্ক থাকতে হবে। কিন্তু আবরারের মৃত্যুকে কেন্দ্র করে সরকার আইনের শাসন প্রতিষ্ঠার নৈতিক কর্তব্য থেকে কিংবা সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার উদ্দেশ্য নিয়ে এ মামলা করেছে— এটা দেশবাসী বিশ্বাস করে না। বরং সংবাদপত্রের স্বাধীনতা ও মুক্তচিন্তা রুদ্ধ করার সরকারের হয়রানিমূলক মামলার প্রয়োগ অতীতের মতো হতে পারে— এটাই দেশবাসীর বিশ্বাস।
তিনি আরও বলেন, দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলায় প্রথম আলো সম্পাদকসহ সব অভিযুক্তদের ন্যায়সঙ্গত আইনি প্রতিকার পাওয়ার সর্বজনীন অধিকারের সুরক্ষা দিতে হবে। মৃত্যুর মামলাকে কেন্দ্র করে গণমাধ্যম বা সংবাদপত্রের স্বাধীনতা নিয়ন্ত্রণে সরকারের ইচ্ছার প্রতিফলন যেন না ঘটে, সে প্রশ্নে সবাইকে যৌক্তিক ভূমিকা গ্রহণ করতে হবে।
ফাইল ছবি
আ স ম আবদুর রব আনিসুল হক আবরার হত্যা কিশোর আলোর অনুষ্ঠান জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি নাইমুল আবরার রাহাত প্রথম আলো প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান