Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিখোঁজ নেতাকর্মীদের জনসম্মুখে হাজির করুন: প্রিন্স


১৯ নভেম্বর ২০২০ ১৯:২২ | আপডেট: ১৯ নভেম্বর ২০২০ ১৯:৩৩

ঢাকা: গত কয়েকদিন ধরে নিখোঁজ নেতাকর্মীদের জনসম্মুখে হাজির করার দাবি জানিয়েছেন বিএনপির দফতর সম্পাদক (চলতি দায়িত্ব) সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। এ সময় তার সঙ্গে ছিলেন নিখোঁজ লিয়ন হকের বোন আফরোজা পারভিন জেবা, স্ত্রী নিশাত ফাতেমা নিশি, মেয়ে মারিয়া হক নিকি, ফেরদৌস মজুমদার মাসুমের মামা মো. সুমন এবং তৌহিদুল ইসলাম হাসিবের ভাই মুজাহিদুল ইসলাম সজীব।

বিজ্ঞাপন

এমরান সালেহ প্রিন্স বলেন, ‘খুব জরুরি এবং স্পর্শকাতর একটি বিষয় নিয়ে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার সাথে এই অসময়ে আপনাদের আমন্ত্রণ জানিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন, আমার সঙ্গে বিএনপির নিখোঁজ কয়েকজন নেতাকর্মীর পরিবারের সদস্যরা উপস্থিত আছেন। যাদের স্বজনদের আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ নেই।’

তিনি বলেন, ‘গত মঙ্গলবার (১৭ নভেম্বর) যুবদল নেতা লিয়ন হককে তার বাসা থেকে, গত বুধবার (১৮ নভেম্বর) দুপুরে হাইকোর্ট থেকে জামিন নিয়ে বের হওয়ার সময় তুরাগ থানা যুবদলের সাধারণ সম্পাদক মামুন পারভেজ তন্ময় এবং তার সাথে তুরাগ থানা যুবদলের সহ-সভাপতি তৌহিদুল ইসলাম হাসিব এবং সন্ধ্যায় উত্তরা ৫ নম্বর সেক্টর থেকে উত্তরা-পশ্চিম থানা যুবদলের সাধারণ সম্পাদক ফেরদৌস মজুমদার মাসুমকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকধারীরা উঠিয়ে নিয়ে গেছে। এর পর থেকে সংশ্লিষ্ট থানাসহ ঢাকার বিভিন্ন থানা ও সংস্থার দফতরে যোগাযোগ করা হলে তাদের আটকের বিষয়টি অস্বীকার করছে আইনশৃঙ্খলা বাহিনী।’

বিজ্ঞাপন

প্রিন্স বলেন, ‘বর্তমান আওয়ামী সরকারের আমলে বাংলাদেশে আইনের শাসনের ছিটেফোঁটাও অবশিষ্ট নেই। আর এ কারণেই বিরোধী রাজনৈতিক নেতাকর্মীসহ সাধারণ মানুষের জীবনেরও কোনো নিরাপত্তা নেই। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে দেশ এখন গুমের ভীতিকর নরকপুরীতে পরিণত হয়েছে। বর্তমান সরকার চিরকাল ক্ষমতা কুক্ষিগত রাখার উদ্দেশ্য বাস্তবায়নে এতটই মরিয়া হয়ে উঠেছে যে, তারা বিরোধী নেতাকর্মীদের ভয় পাইয়ে দিতেই মিথ্যা মামলা, গ্রেফতারের পাশাপাশি গুমের রাজনীতির ওপর ভর করেছে।’

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যারা বড় বড় বুলি আওড়ান তারা এখন স্বাধীন দেশের নাগরিকদের জীবনকে বিপন্ন করে মুক্তিযুদ্ধের চেতনাকেই অবমাননা করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনকে কব্জায় নিয়ে দেশে চলছে আওয়ামী ফ্যাসিবাদ। এধরনের ভয়াবহ পরিস্থিতি উত্তরণে সকল রাজনৈতিক দল, মানবাধিকার সংস্থা, সুশীল সমাজসহ বিবেকবান সকল মানুষকে সোচ্চার হওয়ার আহবান জানাচ্ছি।’

‘নেতাকর্মীদেরকে গুম করার ভয়ংকর সংস্কৃতি থেকে সরকারকে সরে আসতে হবে। নইলে এদেশের মানুষ ন্যায্য হিস্যা আদায় করে ছাড়বে’— বলেন সৈয়দ এমরান সালেহ পিন্স।

বিএনপির পক্ষ থেকে অবিলম্বে লিয়ন হক, মামুন পারভেজ তন্ময়, তৌহিদুল ইসলাম হাসিব এবং ফেরদৌস মজুমদার মাসুমকে জনসম্মুখে হাজির করার আহ্বান জানান বিএনপির এই ভারপ্রাপ্ত দফতর সম্পাদক।

এমরান সালেহ প্রিন্স জনসম্মুখে নিখোঁজ নেতাকর্মী বিএনপি হাজির

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর