দেশে মোবাইল ফোন ব্যবহারকারী সাড়ে ১৬ কোটিরও বেশি
১৯ নভেম্বর ২০২০ ১৮:৪০ | আপডেট: ১৯ নভেম্বর ২০২০ ২২:৩৫
ঢাকা: দেশে এখন মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা সাড়ে ১৬ কোটিরও বেশি। আর ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১১ কোটি ছাড়িয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
বিটিআরসি জানিয়েছে, দেশে এখন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১১ কোটি ৭ লাখ। এরমধ্যে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী ১০ কোটি ২১ লাখ ও ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৮৬ লাখ।
এছাড়া, দেশে মোবাইল ফোন (সিম) ব্যবহারকারী সংখ্যা ১৬ কোটি ৮০ লাখ। এর মধ্যে গ্রামীণ ফোনের গ্রাহক সংখ্যা ৭ কোটি ৮১ লাখ, রবির ৫ কোটি, বাংলালিংকের ৩ কোটি ৪৯ লাখ ও টেলিটকের ৪৬ লাখ গ্রাহক রয়েছেন।
ইন্টারনেট ব্যবহারকারী টপ নিউজ বিটিআরসি ব্যবহারকারী মোবাইল ফোন