Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শেখ হাসিনা বাংলাদেশকে উন্নতির শিখরে নিয়ে যাচ্ছেন’


১৯ নভেম্বর ২০২০ ১৮:০৯

নেত্রকোনা: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বলেছেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নতির শিখরে নিয়ে যাচ্ছেন।’ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে নেত্রকোনার বারহাট্টা উপজেলা হাসপাতালকে ৩১শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ ও কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অতীতের যেকোনো সময়ের তুলনায় স্বাস্থ্য-শিক্ষাসহ সবক্ষেত্রেই অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। যেকোনো মূল্যে এই উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে।’

স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের (এইচইডি) বাস্তবায়নে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় ১৬ কোটি ২৮ লাখ ৫৭ হাজার টাকা ব্যয়ে ৫ তলা এই হাসপাতাল ভবনটি নির্মাণ করছে।

জেলা সিভিল সার্জন ডা. মো. সেলিম মিয়ার সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক গাজী মোজাম্মেল হোসেনের সঞ্চালনায় ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোর্শেদ, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মাজহারুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক দিপক ধর গুপ্ত, সদস্য নজরুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমানসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা।

উন্নতির শিখর বঙ্গবন্ধুর স্বপ্ন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর