‘হাজার কোটি টাকায় করোনার ভ্যাকসিন বুকড করেছি’
১৯ নভেম্বর ২০২০ ১৬:২৬ | আপডেট: ১৯ নভেম্বর ২০২০ ১৬:৩০
ঢাকা: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা প্রায় এক হাজার কোটি টাকা দিয়ে করোনার ভ্যাকসিন বুকড করে ফেলেছি। যখনই এটা কার্যকর হবে, তখনই যেন বাংলাদেশের মানুষ পায়- সেই ব্যবস্থা নিয়েছি এবং সেটা চলমান থাকবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সভাপতি গণভবন থেকে ভিডিওকলে সভায় যুক্ত হন।
জাতির পিতার আদর্শের কথার বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘কত মানুষই তো অর্থ-সম্পদ বানিয়েছেন। একটা সময় ছিল, যখন একটা হাঁচি দিলেও বিদেশে চলে যেত ট্রিটমেন্ট করতে। অথচ এখন এমন এক ভাইরাস আসলো, যখন কারও কারও জন্য সেই সময়ও পাওয়া যাচ্ছে না। আমার তো মনে হয়, এটা এসেছে আল্লাহর তরফ থেকে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। কাজেই ধন-সম্পদ, টাকা-পয়সা এগুলোর কোনো মূল্যই নেই। সেই শিক্ষাটাই কিন্তু পাওয়া যায়।’
করোনা মোকাবিলায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘করোনাভাইরাসে যখন সারাবিশ্ব স্থবির; যখন অনেক উন্নত দেশ এটাকে সামাল দিতে পারছে না, তখনও বাংলোদেশের অর্থনীতি কিন্তু আমরা থেমে যেতে দিইনি। এটা কেন পেরেছি? আমি জানি, বিপদ আসলে নার্ভাস হয়ে যেতে নেই। বিপদটাকে কীভাবে মোকাবিলা করব সে দিকেই লক্ষ্য রাখতে হবে, আর সেভাবেই পদক্ষেপ নিতে হবে। আমরা সেই কাজটিই করছি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘যখন আমরা দেখলাম এরকম একটা জিনিস আসতে পারে, তখন আমরা আগাম বাজেট করি। আমরা জানি যে, আমাদের সামনে আরও একটি ধাক্কা আসছে। ইতোমধ্যে অনেকেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং সেটা ছড়াচ্ছে। তাই সবাইকে একটু সাস্থ্য-সুরক্ষা বিধি মেনে চলতে হবে। ভ্যাকসিনটা এখন আবিষ্কার হচ্ছে। সেটা নিয়ে পরীক্ষা হচ্ছে, গবেষণা হচ্ছে। আমরা প্রায় এক হাজার কোটি টাকা দিয়ে ভ্যাকসিন বুকড করে ফেলেছি। যখনই এটা কার্যকর হবে, তখনই যেন বাংলাদেশের মানুষ পায়- আমরা সেই ব্যবস্থা নিয়েছি এবং সেটা চলমান থাকবে।’
তার আগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সম্পাদকমণ্ডলীর সভা অনুষ্ঠিত হয়। সভায় সূচনা বক্তব্য দেন তিনি। সভায় আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংঠনিক সম্পাদক আহমদ হোসেন, এসএম কামাল হোসেন, মির্জা আজম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, শ্রম সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, অর্থ সম্পাদক ওয়াসিকা আয়েশা খান, স্বাস্থ্য সম্পাদক রোকেয়া সুলতানা, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, শিল্প ও বাণিজ্য সম্পাদক সিদ্দিকুর রহমান, উপ-দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ।
করোনার ভ্যাকসিন টপ নিউজ প্রধানমন্ত্রী বুকড শেখ হাসিনা হাজার কোটি টাকা