Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে বাস্তবভিত্তিক নীতি গ্রহণ করবে সরকার’


১৮ নভেম্বর ২০২০ ২০:৩৭ | আপডেট: ২১ মে ২০২২ ১৫:৫০

ঢাকা: নিজস্ব কৃষ্টি লালন ও বিশ্ববাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে ওভার দ্য টপ (ওটিটি) প্ল্যাটফর্ম নিয়ে বাস্তবভিত্তিক নীতি সরকার গ্রহণ করবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে সচিবালয়ে ওটিটি প্ল্যাটফর্ম বিষয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, আমাদের দেশে এবং সারাবিশ্বে ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে বিনোদন, সিনেমা, নাটকসহ নানা কনটেন্ট রিলিজ করা একটি ক্রমবর্ধমান বাস্তবতা। এগুলো মানুষ যেকোনো জায়গা থেকে উপভোগ করতে পারে। মানুষের জন্য এটি একটি ইউজার-ফ্রেন্ডলি মাধ্যম হওয়ায় ধীরে ধীরে মানুষ ওটিটি প্ল্যাটফর্মে অনেক বেশি অভ্যস্ত হচ্ছে।

‘এই বাস্তবতায় আমরা আরও দেখতে পাই, বাংলাদেশে অনেকগুলো কনটেন্ট নিয়ে পত্রপত্রিকায় নানা ধরনের প্রতিবেদন এসেছিল। নানা প্রশ্ন উঠেছিল। বিশেষ করে এগুলো আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপট, কৃষ্টি, ঐতিহ্যের সঙ্গে সাংঘর্ষিক বলে অনেকগুলো প্রতিবেদন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছিল। যেহেতু সম্প্রচারের কাজও তথ্য মন্ত্রণালয়ের হাতে ন্যস্ত, এ ব্যাপারে সবাই যেন সতর্ক থাকে, সেটি আমরা বলেছিলাম,’— বলেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, বিভিন্ন দেশে এই ওটিটি প্ল্যাটফর্মকে নিয়মনীতির মধ্যে আনার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। অতি সম্প্রতি এ ধরনের বাস্তবতার পরিপ্রেক্ষিতে ভারতেও ওটিটি প্ল্যাটফর্মে যেকোনো কনটেন্ট নিয়মনীতির মাধ্যমে এবং সরকারকে জানিয়ে আপলোড করার জন্য একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বৈঠক সম্পর্কে মন্ত্রী বলেন, ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে বাস্তবভিত্তিক নীতি গ্রহণ এবং দেশীয় উদ্যোক্তাদের কাজের সুযোগ তৈরি নিয়ে আলোচনা হয়েছে। আমাদের দেশে এখন অন্য দেশের ওটিটি প্ল্যাটফর্ম কাজ করছে, রেভিনিউ নিয়ে যাচ্ছে। যেহেতু এ দেশে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম সেভাবে নেই, আমাদের নির্মাতারাও বিদেশি প্ল্যাটফর্ম ব্যবহারে অনেক ক্ষেত্রে বাধ্য হচ্ছেন। আমরা চাই, এ দেশে বিশ্বমানের ওটিটি প্ল্যাটফর্ম গড়ে উঠুক, যা শুধু দেশের মানুষকেই বিনোদন দেবে না, অন্য দেশ থেকেও যেন আমরা আয় করতে পারি, তেমন ওটিটি প্ল্যাটফর্ম আমরা করব।

বিজ্ঞাপন

আমাদের কৃষ্টি-সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক কোনো কনটেন্ট যেন আপলোড না হয়, সে বিষয়ে ড. হাছান মাহমুদ বলেন, তরুণ সমাজকে বিভ্রান্ত বা বিপথগামী করতে পারে— এমন কনটেন্ট নয়, বরং দেশ, সমাজ ও তরুণদের মনন গঠনে, দেশকে স্বপ্নের ঠিকানায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে যেন এই প্ল্যাটফর্মগুলো কাজ করতে পারে, সেজন্য এটিকে নিয়মনীতির মধ্যে আনা প্রয়োজন। এ জন্য খুব শিগগিরই একটি বড় কমিটি করে দেওয়া হবে।

তথ্যসচিব কামরুন নাহার, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হারুন অর রশীদ, চলচ্চিত্রকার অমিতাভ রেজা চৌধুরী, পিপলু খান, বিএফডিসি’র ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, ফিল্ম আর্কাইভের মহাপরিচালক নিজামুল কবীর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক স ম গোলাম কিবরিয়াসহ অন্যরা বৈঠকে অংশ নেন।

ফাইল ছবি

ওটিটি ওটিটি প্ল্যাটফর্ম ওভার দ্য টপ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর