চীনে লোহার পাত রফতানি শুরু, জাহাজীকরণ উদ্বোধন
১৮ নভেম্বর ২০২০ ২১:৪৮ | আপডেট: ১৮ নভেম্বর ২০২০ ২১:৫৭
চট্টগ্রাম ব্যুরো: চীনে বিলেট বা লোহার পাত রফতানি শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘জিপিএইচ ইস্পাত লিমিটেড’। এর মধ্য দিয়ে চীনে রফতানি পণ্যের তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশে তৈরি বিলেট।
বুধবার (১৮ নভেম্বর) চীনে পাঠানোর জন্য চট্টগ্রাম বন্দরে বিলেট জাহাজীকরণ উপলক্ষে ডিজিটাল প্ল্যাটফর্মে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ন এবং বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী বক্তব্য রাখেন।
শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন বিলেট রফতানিকে করোনাকালের সুসংবাদ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘করোনার দুঃসময়ের মধ্যেও জিপিএইচ বাংলাদেশের জন্য একটি বড় সম্ভাবনা তৈরি করেছে। তারা ইস্পাত জগতে বিশাল কর্মযজ্ঞ সৃষ্টি করেছে। আন্তর্জাতিক বাজারে রফতানি বাড়ানোর জন্য বিদেশে আমাদের দূতাবাসগুলোকে সক্রিয় হতে হবে।’
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী বলেন, ‘চীনে বিলেট রফতানি আমাদের জন্য বড় সুসংবাদ। এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। পোশাক শিল্পের মতো বিলেটও একটি বাংলাদেশের অন্যতম বৃহৎ রফতানি আইটেম হিসেবে সংযুক্ত হবে।’
জিপিএইচ গ্রুপ চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘জিপিএইচ ইস্পাত অব্যবহৃত বিলেট রফতানি করে বৈদেশিক মুদ্রা আয়ের পাশাপাশি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় এক লাখ লোকের কর্মসংস্থান তৈরি করছে। ২০২০-২১ অর্থবছরে ৭০ থেকে ১০০ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ রফতানি করার পরিকল্পনা আমরা নিয়েছি। সরকারি নীতিমালার সহায়তা পেলে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে সক্ষম হব। আমরা আশা করব বাংলাদেশের অন্যান্য ইস্পাত উৎপাদক প্রতিষ্ঠানও রফতানিতে এগিয়ে আসবে।’
অনুষ্ঠানে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহাবুবল আলম, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ, জিপিএইচ ইস্পাতের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর কবির, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল বক্তব্য রাখেন।
এছাড়া জিপিএইচ ইস্পাতের পরিচালক এম এ রউফ, মোহাম্মদ আশরাফুজ্জামান, আব্দুল আহাদ, আজিজুল হক রাজু, স্বতন্ত্র পরিচালক মোকতার আহামদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাহী পরিচালক (এফ এন্ড বিডি) কামরুল ইসলাম।