Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেলকুচিতে বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহীর মৃত্যু


১৮ নভেম্বর ২০২০ ২১:৪০

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক মোটরসাইকেল আরোহী। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক সড়কে উপজেলার সুবর্ণসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বেলকুচি পৌর এলাকার শেরনগর মহল্লার আব্দুল কুদ্দুস মুন্সীর ছেলে হযরত আলী (২৭) ও একই এলাকার আব্দুল হাকিমের ছেলে সবুজ (২৮)।

আহত ফরহাদ হোসেন ওই এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, সিরাজগঞ্জ থেকে একটি মোটরসাইকেলে ওই তিন আরোহী বেলকুচির দিকে আসছিলেন।

এ সময় এনায়েতপুর থেকে সিরাজগঞ্জগামী খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের নিজস্ব বাস সবুজবাংলা ঘটনাস্থলে পৌঁছালে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান দুই মোটরসাইকেল আরোহী।

আহত হন অপর মোটরসাইকেল আরোহী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

মোটরসাইকেল সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর