Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজার থেকে ১২০ কোটি টাকা সংগ্রহ করবে এনআরবিসি ব্যাংক


১৮ নভেম্বর ২০২০ ২০:০১

ঢাকা: দীর্ঘ ১২ বছর পর পুঁজিবাজারে তালিকাভুক্ত হচ্ছে কোনো ব্যাংক। প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে যাচ্ছে এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক লিমিটেড। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এনআরবিসি ব্যাংকের আইপিও’ অনুমোদন দিয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বিএসইসির ৭৪৯তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞাপন

এই অনুমোদনের ফলে ২০০৮ সালের পর কোনো ব্যাংক পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে যাচ্ছে। এর আগে সর্বশেষ ২০০৮ সালে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

বিএসইসি সূত্র জানায়, এনআরবিসি ব্যাংকটি আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১২০ কোটি টাকা উত্তোলন করবে। ব্যাংকটি ফিক্সড প্রাইস পদ্ধতির আইপিও’র মাধ্যমে ১০ টাকা অভিহিত মূল্যের ১২ কোটি শেয়ার ইস্যু করে এই টাকা সংগ্রহ করবে। পুঁজিবাজার থেকে উত্তোলিত অর্থ থেকে সরকারি সিকিউরিটিতে ১১০ কোটি টাকা এবং সেকেন্ডারি মার্কেটে ৬ কোটি টাকা বিনিয়োগ করা হবে। এছাড়া আইপিওর প্রক্রিয়ার জন্য ব্যয় করা হবে ৩ কোটি ৯০ লাখ টাকা।

বিএসইসি সূত্র জানায়, গত পাঁচ বছরের গড় হিসাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ টাকা ৫৫ পয়সা। সর্বশেষ গত ৩০ জুন, ২০২০ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ১৩ টাকা ৮৬ পয়সা (সম্পদ পুনঃমূল্যায়ন ব্যতীত)। এনআরবিসি ব্যাংকের ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনারস ইনভেস্টমেন্ট লিমিটেড এবং এএফসি ক্যাপিটাল লিমিটেড।

এনআরসিবি ব্যাংক পুঁজি বাজার

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

আরো

সম্পর্কিত খবর