সাইবার সাপোর্ট ফর উইমেনে ৬৯১ অভিযোগ, নিষ্পত্তি ১৭০টি
১৮ নভেম্বর ২০২০ ১৯:৩০ | আপডেট: ১৯ নভেম্বর ২০২০ ০০:২০
ঢাকা: পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন (পিসিএসডব্লিউ) ফেসবুক পেজ চালু হওয়ার দুই দিনে মোট ৬৯১টি অভিযোগ গৃহীত হয়েছে। এর মধ্যে ১৭০টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে।
পিসিএসডব্লিউ সেবা চালু হওয়ার পর ১৭ নভেম্বর ৩৩১টি এবং ১৮ নভেম্বর ৩৬০টি অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে মাত্র দুই দিনে ১৭০টি অভিযোগ নিষ্পত্তি হয়েছে, যা প্রাপ্ত মোট অভিযোগের ২৫ শতাংশ।
এ ছাড়া ৫২টি অভিযোগের ক্ষেত্রে অভিযোগ তদন্তের জন্য প্রাসঙ্গিক তথ্যের জন্য অভিযোগকারীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তথ্যাদি পেলে অভিযোগগুলো নিষ্পত্তি করা হবে। অবশিষ্ট ৪৬৯টি অভিযোগ আমলে নিয়ে তদন্তের কার্যক্রম নেওয়া হয়েছে। দ্রুততার সঙ্গে অবশিষ্ট অভিযোগসমূহের তদন্তসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
সাইবার বুলিংয়ের শিকার নারীদের কাছে প্রাপ্ত অভিযোগের মধ্যে উল্লেখযোগ্য ছিল ব্ল্যাকমেইলিং, পর্নোগ্রাফি, ফেসবুক আইডি ব্যবহার, ফেসবুক আইডি হ্যাক করা, হুমকি দেওয়া ইত্যাদি।
উল্লেখ্য, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ ড. বেনজীর আহমেদ গত ১৬ অক্টোবর আনুষ্ঠানিকভাবে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন ফেসবুক পেজ উদ্বোধন করেন।
টপ নিউজ ফেসবুক বাংলাদেশ পুলিশ সাইবার অভিযোগ সাইবার সাপোর্ট ফর উইমেন