তিতুমীর কলেজের স্টোর রুমে আগুন, বড় ক্ষয়ক্ষতি নেই
১৮ নভেম্বর ২০২০ ১৯:১৮ | আপডেট: ১৮ নভেম্বর ২০২০ ১৯:২৯
ঢাকা: রাজধানী ঢাকার সরকারি তিতুমীর কলেজের বিজ্ঞান ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘণ্টখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও কিছু খাতপত্র পুড়ে গেছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে তিতুমীর কলেজের তৃতীয় তলার ওই স্টোর রুমে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ৬টার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার সারাবাংলাকে বলেন, খুব বড় আগুন ছিল না। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
কলেজের আবাসিক ভবনে থাকা এক কর্মচারী জানান, ধারণা করা হচ্ছে, বিদ্যুতের সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই আমরা দেখতে পাই। ফায়ার সার্ভিসকেও খবর দেওয়া হয়।
জানতে চাইলে কলেজ অধ্যক্ষ মো. আশরাফ হোসেন সারাবাংলাকে বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা কলেজে পৌঁছানোর আগেই কলেজ কর্মীরা আগুন অনেকটাই নিভিয়ে ফেলেছিলেন। বিজ্ঞান ভবনের তিন তলার স্টোর রুমে আগুন লেগেছিল। বড় কোনো ক্ষতি না হলেও কিছু খাতাপত্র পুড়ে গিয়ে থাকতে পারে।