Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেলিফোনে বাইডেনকে মোদির অভিনন্দন


১৮ নভেম্বর ২০২০ ১৫:১৪ | আপডেট: ১৮ নভেম্বর ২০২০ ১৭:৩৩

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ইলেকটোরাল কলেজ ভোটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেনকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর আল জাজিরা।

বুধবার (১৮ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বাইডেনের সঙ্গে ফোনালাপে দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্কন্নোয়নে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নরেন্দ্র মোদি।

বিজ্ঞাপন

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানাচ্ছে, মোদি-বাইডেন টেলিফোন আলাপে করোনা মহামারি মোকাবিলা, করোনা টিকার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণসহ জলবায়ু পরিবর্তন বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।

পাশাপাশি, ইন্দো-প্যাসিফিক জলসীমায় বিরাজমান উত্তেজনা প্রশমণে দুই দেশ অগ্রাধিকারভিত্তিতে কাজ করার ব্যাপারে একমত হয়েছে।

এর আগে, নভেম্বরের ৮ তারিখে প্রেসিডেন্ট নির্বাচনে ইলেকটোরাল কলেজ ভোটে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় জো বাইডেন এবং কমালা হ্যারিসকে টুইটারে শুভেচ্ছা জানিয়েছিলেন নরেন্দ্র মোদি।

এদিকে, দ্বি-পাক্ষিক টেলিফোন আলাপে মোদি তার ২০১৪ এবং ২০১৬ সালের যুক্তরাষ্ট্র সফরের কথা বাইডেনকে স্মরণ করিয়ে দেন। এছাড়াও, ২০১৩ সালে বাইডেনের ভারত সফরের প্রসঙ্গও তাদের আলোচনায় উঠে আসে বলে জানিয়েছে আল জাজিরা।

প্রসঙ্গত, নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত নরেন্দ্র মোদি দেশে বিদেশে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে প্রকাশ্যে প্রচারণা চালিয়েছিলেন। পাশাপাশি, ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনের মাধ্যমে সংখ্যালঘু মুসলিমদের ওপর মোদির সরকারের ‘অন্যায়’ আচরণের সমালোচনা করেছিলেন জো বাইডেন।

বিজ্ঞাপন

জো বাইডেন নরেন্দ্র মোদি ভারত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন-২০২০ যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর