বাসে আগুনের মামলায় বিএনপির শতাধিক নেতাকর্মীর আগাম জামিন
১৮ নভেম্বর ২০২০ ১৪:৪২ | আপডেট: ১৮ নভেম্বর ২০২০ ১৬:৩৭
ঢাকা: ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের দিন রাজধানীর বিভিন্ন স্থানে বাসে আগুন ও হাতবোমা বিস্ফোরণের ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ শতাধিক নেতাকর্মী আগাম জামিন পেয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ তাদের আগাম জামিন দেন। আদালতে জামিন আবেদনকারীদের পক্ষে শুনানি করেন- আইনজীবী নিতাই রায় চৌধুরী, শাহজাহান ওমর, সালাউদ্দিন দোলন, রুহুল কুদ্দুস, মজিবুর রহমান ও কাজী মো. জয়নাল আবেদিন।
জামিন শুনানি শেষে আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘১৬টি আবেদনে ১২০জন নেতাকর্মীকে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। এই সময়ের আগে কিংবা পরে জামিনপ্রাপ্তদের মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।’
জামিনপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গত নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেন, যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ শতাধিক নেতাকর্মী।
উল্লেখ্য, ১২ নভেম্বর ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ হয়। এর মধ্যেই নির্বাচনি এলাকায় হাতবোমার বিস্ফোরণ ঘটে। এছাড়া ঢাকার বিভিন্ন স্থানে মোট ১১টি বাসে আগুন দেওয়া হয়। এসব ঘটনায় রাজধানীর নয়টি থানায় ১৬টি মামলা হয়েছে। এসব মামলায় রোববার পর্যন্ত মোট ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে।