গুমাই বিলে ধানকাটা উৎসব
১৮ নভেম্বর ২০২০ ১৪:২৭ | আপডেট: ১৮ নভেম্বর ২০২০ ১৪:৩৯
চট্টগ্রামের শস্যভাণ্ডার খ্যাত রাঙ্গুনিয়ার গুমাই বিলে এবার আমন ধানের ভালো ফলন হয়েছে। বিলের চারপাশে ছয়টি ইউনিয়নের অর্ধশত গ্রামের কৃষকের চোখে মুখেও তাই হাসির ঝিলিক। চট্টগ্রাম-কাপ্তাই সড়কের বাঁপাশে প্রায় ৩ হাজার হেক্টর আয়তনের গুমাই বিল। বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের বিলগুলোর মধ্যে এ বিলটি সবচেয়ে বড়। প্রবাদ আছে, গুমাই বিলে এক মৌসুমের উৎপাদিত মোট ধান দিয়ে সারাদেশের আড়াই দিনের খাদ্য চাহিদা মেটানো যায়। রাঙ্গুনিয়ার গুমাই বিল থেকে ছবিগুলো তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট শ্যামল নন্দী।