Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নালিশ শুনতে চাই না, তরুণ ও যোগ্য নেতৃত্ব চাই’


১৭ নভেম্বর ২০২০ ২৩:৩২ | আপডেট: ১৮ নভেম্বর ২০২০ ০৯:২১

ঢাকা: সমস্যা থাকলে তা নিয়ে নালিশ নয়, তারুণ্যের শক্তিতে সেসব সমস্যা সমাধান করার মতো যোগ্য নেতৃত্ব প্রত্যাশা করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

তরুণদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে আমাদের আওয়ামী লীগ সরকার এবং আমি নিজে ব্যক্তিগতভাবে দেখতে চাই, কারা সমস্যার সমাধান করতে চায়। যারা শুধু নালিশ করে, তাদের নালিশ শুনতে শুনতে কান ব্যথা হয়ে যায়। আমি চাই যোগ্য নেতৃত্ব। আপনারা অন্যদের দিকে হাত পেতে রাখবেন না। শুধু সাদা চুলওয়ালা বুড়োদের প্রতি তাকিয়ে থাকবেন না। দেশের সমস্যা সমাধান করতে নেমে যান।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) ও ইয়াং বাংলা আয়োজিত ‘জয়বাংলা অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সজীব ওয়াজেদ জয় ভার্চুয়ালি নিউইয়র্ক থেকে যুক্ত হয়ে জয়বাংলা অ্যাওয়ার্ডপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।

ইয়ং বাংলা’র পুরস্কার বিজয়ীদের প্রশংসা করে সজীব ওয়াজেদ জয় বলেন, এই সংগঠনের কার্যক্রম দেখে আপনাদের থেকে আমি অনুপ্রেরণা পাই। আমাদের দেশে কিছু মানুষের স্বভাব আছে, যারা শুধু নালিশ করে। এই দেশে এটা ভালো হচ্ছে না, ওটা ভালো হচ্ছে না, এটা খারাপ হচ্ছে, এখানে পিছিয়ে আছি— তারা শুধু এই নালিশ করে যায় সারাক্ষণ। অন্যদিকে এই যে ১৬টি সংগঠন (পুরস্কারপ্রাপ্ত), এরা কিন্তু নালিশ করছে না। এরা সমস্যা দেখছে, এরা নিজেদের চেষ্টায়, নিজেদের মেধা কাজে লাগিয়ে সমস্যার সমাধান করার চেষ্টা করে যাচ্ছে। তারা কিন্তু কোনো বিরাট সংগঠন নয়।

তিনি বলেন, ইয়াং বাংলা নিয়ে আমাদের উদ্দেশ্য ছিল— ছোট ছোট সংগঠনগুলোতে হয়তো মাত্র একজন তরুণ গ্রামে বসে পরিশ্রম করে যাচ্ছেন। তিনি হয়তো নিজের চিন্তা দিয়ে, নিজের ধারণা দিয়ে সমাজে মানুষকে সাহায্য করতে চেষ্টা করছেন। তিনি কিন্তু নালিশ না করে পরিশ্রমের মাধ্যমে কোনো একটি সমস্যার সমাধান করার চেষ্টা করছেন। আমাদের কাজ হলে তাকে খুঁজে বের করা।

বিজ্ঞাপন

সজীব ওয়াজেদ জয় বলেন, সমস্যা তো থাকবেই। আমাদের ১৬ কোটি মানুষের দেশ। এখানে সবসময় সমস্যা থাকবে। কিন্তু সেই সমস্যার সমাধান না করে শুধু নালিশ করলে তো এগোতে পারব না।

করোনা পরিস্থিতির কথা তুলে ধরে তিনি বলেন, করোনায় কিন্তু বিশ্বের সবচেয়ে ধনী দেশ যুক্তরাষ্ট্র বলেন আর ইউরোপের কথাই বলেন, সেসব দেশে লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে। সে তুলনায় কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ সরকার অত্যন্ত ভালোভাবে করোনা মোকাবিলা করেছে। যেখানে যুক্তরাষ্ট্র বা ইউরোপে লাখ লাখ মানুষ যারা মারা যাচ্ছে, সেখানে আমাদের দেশে কয়েক হাজার মানুষ মারা গেছেন। আমরা অবশ্যই চাই না একজন মানুষও প্রাণ হারাক। কিন্তু তুলনামূলক চিত্র দেখলে এটি বলতে হবে, আমাদের এখানে করোনায় প্রাণহানি অনেক কম।

প্রধানমন্ত্রীর এই আইসিটি উপদেষ্টা আরও বলেন, আমরা যদি অর্থনীতির দিক দিয়েও দেখি, সেখানেও আমাদের প্রস্তুতি ভালো থকায় আমাদের অর্থনীতি ভালো আছে। ইউরোপ-আমেরিকা কিন্তু তাদের নিজেদের যারা মেধাবী চিকিৎসকদের কথা শোনেনি। ফলে তারা করোনা নিয়ন্ত্রণ করতে পারেনি। এটাই যোগ্য নেতৃত্ব ও ব্যর্থ নেতৃত্বের মধ্যে পার্থক্য।

জয় বলেন, এই যে ১৬টি সংগঠন, তারা আমাদের অনুপ্রেরণা। তারা আমাদের আওয়ামী লীগ সরকারের অনুপ্রেরণা। এই ১৬টি সংগঠন কিন্তু নিজেদের সমাজে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। ক্ষমতা ছাড়াই দেশের মানুষ, আমাদের সমাজের মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। তরুণদের কাছ থেকে প্রত্যাশা এটিই।

বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে তরুণ প্রজন্মকে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে আহ্বান জানান সজীব ওয়াজেদ জয়। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

ইয়ং বাংলা জয়বাংলা অ্যাওয়ার্ড তরুণ নেতৃত্ব সজীব ওয়াজেদ জয় সিআরআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর