সিলেট-মাসকট রুটে ইউএস-বাংলার ফ্লাইট শুরু
১৭ নভেম্বর ২০২০ ২৩:১৯ | আপডেট: ১৭ নভেম্বর ২০২০ ২৩:৪৫
ঢাকা: প্রথমবারের মতো সিলেট-মাসকট রুটে ফ্লাইট শুরু করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এখন থেকে এই রুটে সপ্তাহে দু’টি ফ্লাইট পরিচালিত হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ইউএস বাংলার বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিএস-৩২৭ ফ্লাইট সিলেট থেকে ৮০ জন যাত্রী নিয়ে মাসকটের উদ্দেশ্যে ছেড়ে গেছে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম সারাবাংলাকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, যাত্রা শুরুর আগে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানবন্দর ব্যবস্থাপক হাফিজ আহমেদ ফিতা কেটে সিলেট-মাসকট রুটের প্রথম ফ্লাইটের উদ্বোধন করেন।
ইউএস-বাংলা জানিয়েছে, প্রতি সপ্তাহে মঙ্গল ও শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের ফ্লাইট ছাড়বে। স্থানীয় সময় রাত ১০টা ৩০ মিনিটে সেটি মাসকটে অবতরণ করবে। প্রতি মঙ্গল ও শুক্রবার মাসকট থেকে স্থানীয় সময় রাত ১১টা ৩০ মিনিটে ছেড়ে এসে তাদের ফ্লাইট পরদিন সকাল ৭টা ১৫ মিনিটে সিলেটে অবতরণ করবে।
কামরুল ইসলাম জানান, বর্তমানে ইউএস-বাংলা প্রতি সপ্তাহে সোম ও বৃহস্পতিবার ঢাকা থেকে মাসকট এবং বুধ ও রোববার চট্টগ্রাম থেকে মাসকট রুটে দু’টি করে ফ্লাইট পরিচালনা করছে। এর মধ্যে ঢাকা থেকে রাত ১০টায় এবং চট্টগ্রাম থেকে রাত সাড়ে ৮টায় তাদের ফ্লাইট ছেড়ে যায়। অন্যদিকে মাসকট থেকে মঙ্গলবার ও শুক্রবার স্থানীয় সময় দিবাগত রাত ২টায় ঢাকার উদ্দেশে এবং বৃহস্পতি ও সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ১২টায় চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসে ইউএস-বাংলার ফ্লাইট।
বর্তমানে মাসকট ছাড়াও ইউএস-বাংলা এয়ারলাইন্স আন্তর্জাতিক রুট গুয়াংজু, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, দোহা, কলকাতা ও চেন্নাই রুটে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া দেশের অভ্যন্তরে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী, বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করছে এয়ারলাইন্সটি।
সিলেট-মাসকট রুটের ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওসমানী বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মো. আল আমিন, সিলেট আটাবের সিলেট জোনের চেয়ারম্যান মোতাহার হোসেন, সেক্রেটারি গিয়াস উদ্দিন আহমেদ, হাব-এর সিলেট জোনের সেক্রেটারি জহিরুল কবির চৌধুরী শিরু, সিলেট এফবিসিসিআইয়ের পরিচালক খন্দকার শিপার আহমেদসহ অন্যরা।
ইউএস-বাংলা এয়ারলাইন্স ফ্লাইট শুরু সিলেট-মাসকট সিলেট-মাসকট রুট