Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লক্ষ্মীপুরে বাস চাপায় দুইজনের মৃত্যু


১৭ নভেম্বর ২০২০ ১৭:১৪

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাসের চাপায় সিএনজি অটোরিকশার দুই আরোহী মারা গেছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে ২টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজ সংলগ্ন জায়গায় এ দুর্ঘটনা ঘটে। নিহত একজন হলেন ফলবিক্রেতা জামাল উদ্দিন (৪০)। জামাল কমলনগর পূর্ব চরমার্টিন এলাকার আবু সাইদের ছেলে। নিহত অপরজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি রুহুল আমিন সড়ক দুর্ঘটনায় দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন সিএনজি অটোরিকশা চালক, অন্যজন ফল ব্যবসায়ী জামাল উদ্দিন বলে জানিয়েছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, চট্রগ্রামমুখী শাহী পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায় এবং ওই বাহনে থাকা চালকসহ দুইজন ঘটনাস্থলেই মারা যান। পরে হাইওয়ে থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।

লক্ষ্মীপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর