Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম আধুনিক করার আহ্বান ইউজিসির


১৭ নভেম্বর ২০২০ ১৬:২২

ঢাকা: বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চলমান পাঠ্যক্রম ৪ বছর পরপর আধুনিক করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে বলেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

সোমবার (১৬ নভেম্বর) বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারদের কাছে পাঠানো এক আদেশে এ আহ্বান জানানো হয়।

আদেশে বলা হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিটি প্রোগ্রাম অনুমোদনের তারিখ থেকে প্রতি ৪ বছর পরপর অনুমোদিত সিলেবাস কমিশনের বেঁধে দেওয়া স্ট্যান্ডার্ড সিলেবাসের গাইডলাইন অনুসরণ করে হালনাগাদ করার জন্য ২০১৯ সালে নির্দেশনা প্রদান করা হয়।

ইউজিসি বলেছে, উচ্চশিক্ষার কাঙ্ক্ষিতমান অর্জনের ক্ষেত্রে আধুনিক ও যুগোপযোগী শিক্ষাক্রম, বিষয়ে বৈচিত্র্য আনতে, বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে নতুন জ্ঞানের সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে। বৈশ্বিক প্রেক্ষাপট ও গুণগত মানসম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিত করতেই পাঠ্যক্রম আধুনিকায়নের উদ্যোগ নিতে বলা হয়েছে।

ইউজিসি পাঠ্যসূচি বেসরকারি বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর