Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিশোরগঞ্জে কৃষক হত্যা মামলা: একজনের ফাঁসি, যাবজ্জীবন ২


১৭ নভেম্বর ২০২০ ১৬:০০

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কৃষক হত্যা মামলায় একজনকে ফাঁসি ও দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে জেলার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুর রহিম এ রায় দেন। রায়ে তিন আসামির প্রত্যেককে এক লাখ টাকা করে আর্থিক জরিমানা করা হয়েছে।

রায় ঘোষণার সময় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল্লাহ এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুল ওয়াহাব ও মারফত আলী আদালতে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আবু জাহের ও নজরুল ইসলাম নামে দুইজনকে বেকসুর খালাস দেয় আদালত।

মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালের ৩০ অক্টোবর মাছ ধরাকে কেন্দ্র করে শিশুদের মধ্যে ঝগড়ার জের ধরে তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের খাগাটিয়া বটতলা এলাকায় আসামিরা একই এলাকার তালে নেওয়াজ খা ওরফে রেজু মিয়ার ছেলে কৃষক আশিদ মিয়াকে পিটিয়ে হত্যা করে।

কিশোরগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর