Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উহানে অনুসন্ধান – নাগরিক সাংবাদিকের ৫ বছর কারাদণ্ড


১৭ নভেম্বর ২০২০ ১৫:৩৮ | আপডেট: ১৭ নভেম্বর ২০২০ ১৭:০০

চীনের উহান থেকে করোনাভাইরাসের উৎপত্তি এবং ছড়িয়ে পড়া নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির সঙ্গে জড়িত চীনা নাগরিক সাংবাদিক ঝাং ঝানকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। খবর বিবিসি।

এর আগে, চলতি বছরের মে মাসে তাকে চীনের আইন প্রয়োগকারী সংস্থা আটক করে। কিন্তু, জুনে তাকে গ্রেফতার দেখানো হয়।

তার বিরুদ্ধে উস্কানিমূলক তথ্য সরবরাহের মাধ্যমে সমস্যা তৈরির অভিযোগ আনা হয়েছে। এই একই অভিযোগে অনেক চীনা অধিকার কর্মীকে জেলে রাখা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

পাশাপাশি, চীনের উহান নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির সঙ্গে জড়িত অন্তত তিন নাগরিক সাংবাদিককে সরকারিভাবে অপহরণের অভিযোগ রয়েছে তাদের মধ্যে দুইজন পরবর্তীতে ফেরত আসলেও একজন এখনও নিখোঁজ রয়েছেন।

অন্যদিকে, চীনের হিউম্যান রাইটস ডিফেন্ডারস নামের একটি বেসরকারি সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ১৮ সেপ্টেম্বর থেকে অনশনে রয়েছেন ঝাং ঝান।

অনুসন্ধানী প্রতিবেদন কোভিড-১৯ চীন ঝাং ঝান নভেল করোনাভাইরাস পাঁচ বছরের কারাদণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর