Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রিমিয়ার ব্যাংকের নতুন ডিএমডি এবং সিএফও সৈয়দ আবুল হাশেম


১৭ নভেম্বর ২০২০ ১৫:২৯

ঢাকা: প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের নতুন উপব্যবস্থাপনা পরিচালক এবং চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ আবুল হাশেম। সম্প্রতি তিনি এ পদে যোগ দেন।

প্রিমিয়ার ব্যাংকে যোগদানের আগে তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডে গ্রুপ চিফ ফিন্যান্সিয়াল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। সৈয়দ আবুল হাশেম দীর্ঘ ২০ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে প্রচলিত এবং ইসলামী ব্যাংকিং ধারায় বহুমুখী অভিজ্ঞতা অর্জন করেছেন।

বিজ্ঞাপন

সৈয়দ আবুল হাশেম ২০০০ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে প্রিন্সিপাল অফিসার হিসাবে তার পেশা জীবন শুরু করেছিলেন। পরবর্তীতে তিনি শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডে দীর্ঘ ১২ বছর অতিবাহিত করেন যার মধ্যে ১০ বছর চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে কর্মরত ছিলেন।

সৈয়দ আবুল হাশেম একজন ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (এফসিএ) এবং ফেলো কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (এফসিএমএ)। তিনি ইন্সটিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের একজন ডিপ্লোমা এসোসিয়েট (ডিএআইবিবি) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য।

তিনি দেশে এবং বিদেশে ফাইন্যান্সের ওপর বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কর্মসূচি, সেমিনারে অংশগ্রহণ করেছেন।

উপব্যবস্থাপনা পরিচালক চিফ ফিন্যান্সিয়াল অফিসার প্রিমিয়ার ব্যাংক সৈয়দ আবুল হাশেম