ডব্লিউএইচও সদর দফতরে ৬৫ জন করোনা আক্রান্ত
১৭ নভেম্বর ২০২০ ১৩:১৭ | আপডেট: ১৭ নভেম্বর ২০২০ ১৫:৪১
নভেল করোনাভাইরাস সংক্রমণের ঢেউ থেকে নিরাপদে নেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির সদর দফতরে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৬৫ জন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।
ডব্লিউএইচও মুখপাত্র ফারাহ দাখলাল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, ইউরোপ করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত। সুইজারল্যান্ডের জেনেভাস্থ ডব্লিউএইচও সদর দফতরে একটি করোনার একটি ক্লাস্টার সংক্রমণ শনাক্ত করা হয়েছে।
তবে, যে ৬৫ জন আক্রান্ত হয়েছেন তাদের অর্ধেকই ওয়ার্ক ফ্রম হোম করছিলেন। বাকি ৩২ জন সদর দফতরেই কর্মরত ছিলেন।
ডব্লিউএইচও’র পক্ষ থেকে জানানো হয়েছে, আক্রান্তরা বর্তমানে আইসোলেশনে রয়েছেন।
অন্যদিকে, ওয়ার্ল্ডওমিটার্স ডট ইনফো জানাচ্ছে – সর্বশেষ ২৪ ঘণ্টায় বিশ্বের বিভিন্ন দেশে করোনায় আক্রান্ত হয়েছেন পাঁচ লাখ চার হাজার ৫৬৭ জন এবং মৃত্যু হয়েছে সাত হাজার ৩০৫ জনের। আর বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১৩ লাখ ৩২ হাজার ৩২৮ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ কোটি ৫৩ লাখ ৪৯ হাজার ৪০৮ জনে। আর সুস্থ হয়েছেন তিন কোটি ৮৪ লাখ ৯১ হাজার ২৩৭ জনে।
প্রসঙ্গত, ২০২০ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৯ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
কোভিড-১৯ নভেল করোনাভাইরাস বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) সদর দফতর