Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নানা আয়োজনে পালিত হচ্ছে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী


১৭ নভেম্বর ২০২০ ১১:১০

টাঙ্গাইল: আজ ১৭ নভেম্বর, মঙ্গলবার নানা আয়োজনে টাঙ্গাইলে পালিত হচ্ছে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী।

মঙ্গলবার ভোর থেকেই টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর মাজারে ভক্ত ও মুরিদানদের ঢল নেমেছে। সকালে ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পণ এবং মোনাজাতের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মো. আলাউদ্দিন।

বিজ্ঞাপন

এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থী, মওলানা ভাসানীর পরিবার, টাঙ্গাইল প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, ভাসানী ভক্ত ও মুরিদানরা মাজারে পুস্পস্তবক অর্পন ও মোনাজাত করেন।

মওলানা ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ

দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে। এসব কর্মসূচীর মধ্যে রয়েছে মিলাদ, দোয়া মাহফিল, ওরশ, দুঃস্থদের মাঝে খাবার বিতরণ, কাঙালি ভোজ, মওলানা ভাসানীর কর্মময় জীবনের ওপর আলোচনা সভা, বাউল গানসহ নানা আয়োজন।

৪৪তম মৃত্যুবার্ষিকী মওলানা আব্দুল হামিদ খান মজলুম জননেতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর