Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্ষণের অভিযোগে রাবি ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা


১৬ নভেম্বর ২০২০ ২১:৩৩

ফাইল ছবি

রাবি: বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী এক শিক্ষার্থী। শনিবার (১৪ নভেম্বর) রাতে নগরীর মতিহার থানায় এ মামলা দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএসএম সিদ্দিকুর রহমান।

অভিযুক্ত ছাত্রলীগ নেতা ফেরদৌস মোহাম্মদ শ্রাবণ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং রাবি ছাত্রলীগের মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক। তার বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা এলাকায়।

বিজ্ঞাপন

ওসি সিদ্দিকুর রহমান বলেন, ২০১৯ এর আগস্ট থেকে মেয়েটির সঙ্গে শ্রাবনের সম্পর্ক ছিল। এর মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্কও হয়েছে। এখন ছেলেটি সেই সম্পর্কের কথা অস্বীকার করছে। বিয়ে করতে চায় না। তাই মেয়েটি মামলা করেছে।

ঘটনার বিষয়ে জানতে ফেরদৌস মোহাম্মদ শ্রাবণের ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। এদিকে মেয়েটি এখন ভিকটিম সেন্টারে আছে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, শুনেছি মেয়েটা মামলা করেছে। তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল। তবে সম্পর্কটা এখন নেই বলেও শোনা গেছে।

ধর্ষণের মামলা রাবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর