দায়রা জজ আদালতের আগুন নিয়ন্ত্রণে, বড় ক্ষয়ক্ষতি নেই
১৬ নভেম্বর ২০২০ ১৯:৫৮ | আপডেট: ১৬ নভেম্বর ২০২০ ২০:১৬
ঢাকা: ঢাকা মহানগর দায়রা জজ আদালতের দ্বিতীয় তলায় এজলাস কক্ষে এসি’র বিস্ফোরণ থেকে ছড়িয়ে পড়া আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। তবে আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
সোমবার (১৬ নভেম্বর) আদালত চলাকালীন বিকেল পৌনে ৫টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সন্ধ্যা ৭টার দিকে আগুন সম্পূর্ণরূপে নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের নাজির শাহ মো. মামুন সারাবাংলাকে বলেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এসি’র শর্ট সার্কিট থেকে বিস্ফোরণ ঘটেছিল। সেখান থেকেই আগুনের উৎপত্তি। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নিষ্পত্তি হয়ে যাওয়া মামলার কিছু নথির হয়তো ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আদালতের দ্বিতীয় তলায় ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ ঘটনার সময় মামলার কার্যক্রম পরিচালনা করছিলেন। বিকেল পৌনে ৫টার দিকে হঠাৎ করে বিকট শব্দ হয়। এসময় পুরো এজলাশ কক্ষ ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়।
এসময় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভাতে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
আগুন নিয়ন্ত্রণে এসি বিস্ফোরণ এসি বিস্ফোরণ থেকে আগুন টপ নিউজ ঢাকা মহানগর দায়রা জজ আদালত ফায়ার সার্ভিস