বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চায় তুরস্ক
১৬ নভেম্বর ২০২০ ২০:৩৯
ঢাকা: বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি করতে চায় তুরস্ক। সোমবার (১৬ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশীর কার্যালয়ে মতবিনিময়ের সময় ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুসতফা ওসমান তুরান একথা জানান।
মতবিনিময়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘তুরস্কের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক দীর্ঘদিনের, বাণিজ্যও বৃদ্ধি পাচ্ছে। বাণিজ্যের পরিমান খুব বেশি না হলেও বাংলাদেশ বেশি রফতানি করে তুরস্কে। বাংলাদেশের পাটপণ্যের বড় ক্রেতা তুরস্ক, গত বছরও দুইশত মিলিয়নের বেশি মূল্যের পাটপণ্য তুরস্কে রফতানি করা হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশ তুরস্কে ৪৫৩.৪৬ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রফতানি করেছে। একইসময়ে আমদানি করেছে ২৩৩.৫০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য।’
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘২০২৪ সালে বাংলাদেশ এলডিসি থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশে পরিণত হচ্ছে। বাণিজ্যসুবিধা বৃদ্ধির জন্য বেশ কিছু দেশের সাথে বাংলাদেশ এফটিএ বা পিটিএ স্বাক্ষরের প্রক্রিয়া চালাচ্ছে। তুরস্কের সাথেও বাংলাদেশের জয়েন্ট ইকোনমিক কমিশন রয়েছে। এ কমিশনকেও কাজে লাগানোর সুযোগ রয়েছে। বাংলাদেশের আইসিটি, ওষুধ এবং তৈরি পোশাক খাতে বিনিয়োগ করলে তুরস্ক লাভবান হবে।’
বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য আকর্ষণীয় স্থান উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে একশটি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলার কাজ দ্রুত এগিয়ে চলছে। বাংলাদেশ সরকার বিনিয়োগকারীদের আকর্ষণীয় সুযোগ-সুবিধা দিচ্ছে। তুরস্কে তৈরি পোশাক রফতানির ক্ষেত্রে উচ্চহারে শুল্ক দিতে হচ্ছে, ফলে রফতানিতে কিছু সমস্যা হচ্ছে। উভয় দেশের মধ্যে বাণিজ্য সমস্যা চিহ্নিত করে, আলোচনার মাধ্যমে তা সমাধান করা হলে বাণিজ্য বাড়ানো সম্ভব।’
এসময় তুরস্কের রাষ্ট্রদূত মুসতফা ওসমান তুরান বলেন, ‘তুরস্ক বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে আগ্রহী। তুরস্ক বাংলাদেশের পাট পণ্যের একনম্বর ক্রেতা। তৈরি পোশাকও তুরস্ক বাংলাদেশ থেকে আমদানি করে, এর ডিজাইন নিয়েও তুরস্ক কাজ করতে আগ্রহী। ওষুধ আমদানির প্রচুর সুযোগ রয়েছে। ওষুধ শিল্পের মেশিনারিজ তুরস্ক সরবরাহ করতে পারে। কিভাবে উভয় দেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো যায়, তা নিয়ে কাজ করতে চায় তুরস্ক।’ বাংলাদেশের সাথে জয়েন্টভেঞ্চারে তুরস্ক কাজ করতে আগ্রহী বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ‘এন্টিডাম্পিং প্রত্যাহার এবং তৈরি পোশাক রফতানি ক্ষেত্রে উচ্চ শুল্কহার কমোনোর বিষয়ে আলোচনা করা হবে।’ এসময় কোভিড-১৯ সফলভাবে মোকাবিলার জন্য তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) মো. শহিদুল ইসলামসহ বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
টপ নিউজ তুরস্ক তুরস্কের রাষ্ট্রদূত বাণিজ্যমন্ত্রী বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বিনিয়োগ বৃদ্ধি