Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শওকত আলীর মৃত্যুতে বিরোধী দলের নেতা ও উপনেতার শোক


১৬ নভেম্বর ২০২০ ১৭:৪২

ঢাকা: সাবেক ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) শওকত আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এবং জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

সোমবার (১৬ নভেম্বর) শোকবার্তায় বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেন, ‘কর্নেল (অব.) শওকত আলী মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকালে ২নং সেক্টরের সাব সেক্টরের কমান্ডার ও প্রশিক্ষণ কর্মকর্তা ছিলেন। ষাটের দশকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রাহমানের নেতৃত্বে গঠিত বিপ্লবী পরিষদের সদস্য শওকত আলী আগরতলা ষড়যন্ত্র মামলার ২৬ নং আসামি ছিলেন।মহান মুক্তিযুদ্ধে ও সংসদীয় গণতন্ত্রে শওকত আলীর অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে। বর্ষীয়ান এ রাজনীতিবিদের মৃত্যুতে যে শূণ্যতার সৃষ্টি হয়েছে, তা সহসাই পূরণ হবার নয়।’

বিজ্ঞাপন

বিরোধীদলীয় নেতা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

অপর এক শোকবার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যানর গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘কর্নেল (অব.) শওকত আলী ছিলেন অসীম সাহসের প্রতিক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত জন। দক্ষ প্রশিক্ষক হিসেবে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিয়েছেন বীর সেনানী শওকত আলী। এক অভিজ্ঞ সদস্য হিসেবে ৫ বার সংসদে অনন্য ভূমিকা রেখেছেন তিনি। বাংলাদেশের রাজনীতিতে শওকত আলীর অবদান অক্ষয় হয়ে থাকবে।’

একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুও।

উল্লেখ্য, সোমবার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক ডেপুটি স্পিকার, আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি, মুক্তিযুদ্ধে সাব-সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব,) শওকত আলী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

বিজ্ঞাপন

গোলাম মোহাম্মদ কাদের জাতীয় পার্টি রওশন এরশাদ শওকত আলী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর