দায়রা জজ আদালতের দ্বিতীয় তলায় এসি বিস্ফোরণ থেকে আগুন
১৬ নভেম্বর ২০২০ ১৭:৩৭ | আপডেট: ১৬ নভেম্বর ২০২০ ১৭:৪৯
ঢাকা: ঢাকা মহানগর দায়রা জজ আদালতের দ্বিতীয় তলায় আগুন লেগেছে। আদালতের একটি এসি’র বিস্ফোরণ থেকে এই আগুনের সূত্রপাত ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে।
সোমবার (১৬ নভেম্বর) আদালত চলাকালীন বিকেল পৌনে ৫টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহফুজ রিবেন বলেন, বিকেল পৌঁনে ৫টার দিকে আগুন লেগেছে। জজ কোর্টের একজন পেশকার জানিয়েছেন, এসি বিস্ফোরণ থেকে আগুন লেগেছে। আমাদের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ ঘটনার সময় মামলার কার্যক্রম পরিচালনা করছিলেন। বিকেল পৌনে ৫টার দিকে হঠাৎ করে বিকট শব্দ হয়। এসময় পুরো এজলাশ কক্ষ ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসও দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভাতে কাজ শুরু করে।
আগুন লাগার পর এজলাস থেকে নথি সরানোর কাজ চলছে। আগুন থেকে নথি পুড়ে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
আগুন এসি বিস্ফোরণ টপ নিউজ ঢাকা মহানগর দায়রা জজ আদালত মহানগর দায়রা জজ আদালত