Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শওকত আলীর মৃত্যুতে বস্ত্র ও পাটমন্ত্রীর শোক


১৬ নভেম্বর ২০২০ ১৬:৪৩ | আপডেট: ১৬ নভেম্বর ২০২০ ১৬:৫০

ঢাকা: বীর মুক্তিযোদ্ধা, আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত, সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)।

সোমবার (১৬ নভেম্বর) এক বার্তায় তিনি বলেন, ‘সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলীর মৃত্যুতে আমি ব্যক্তিগতভাবে ব্যথিত ও মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।’

এছাড়াও নারায়ণগঞ্জ জেলার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে শওকত আলীর পরিবার-পরিজনসহ সকলের প্রতি গভীর সমবেদনা জানান গোলাম দস্তগীর গাজী।

কর্নেল শওকত আলী সোমবার ৮৩ বছর বয়সে ঢাকা সিএমএইচে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরেই তিনি কিডনি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও নিউমোনিয়ায় ভুগছিলেন। গত ২৯ অক্টোবর তাকে ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়া তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

কর্নেল (অব.) শওকত আলী টপ নিউজ বস্ত্র ও পাটমন্ত্রীর শোক মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর