রাশিয়ার করোনা টিকা কিনছে ভেনেজুয়েলা
১৬ নভেম্বর ২০২০ ১২:৫৪ | আপডেট: ১৬ নভেম্বর ২০২০ ১৬:৫৩
নভেল করোনাভাইরাস প্রতিরোধে রাশিয়ার উদ্ভাবিত করোনা টিকা স্পুটনিক-৫ এক কোটি ডোজ কেনার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে ভেনেজুয়েলার কর্তৃপক্ষ। খবর এএফপি।
রোববার (১৫ নভেম্বর) ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন।
মাদুরো বলেন, ২০২১ সালের প্রথম প্রান্তিকেই রাশিয়ার করোনা টিকা ভেনেজুয়েলায় আসবে। এছাড়াও, ভেনেজুয়েলার নিজস্ব ল্যাবরেটরিতে স্পুটনিক-ফাইভ টিকার এক কোটি ডোজ উৎপাদন করা হবে – বলে জানান তিনি।
এর আগে, চলতি বছরের আগস্টে প্রথম দেশ হিসেবে করোনা টিকার নিবন্ধন করিয়েছিল রাশিয়া। সে সময় রাশিয়ার এই করোনা টিকার কার্যকারীতা নিয়ে পশ্চিমের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছিল।
তারপর, সর্বশেষ ধাপের ট্রায়াল থেকে জানানো হয়, রাশিয়ার টিকা স্পুটনিক-৫ করোনা প্রতিরোধে শতকরা ৯২ ভাগ কার্যকর।
এদিকে, অক্টোবরের শুরু থেকেই ভেনেজুয়েলায় স্পুটনিক-৫ এর তৃতীয় ধাপের ট্রায়াল চলছে। প্রেসিডেন্ট মাদুরোর ছেলেসহ দুই হাজার স্বেচ্ছাসেবক ওই ট্রায়ালে অংশ নিয়েছেন।
অন্যদিকে, ভেনেজুয়েলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৯৬ হাজার ৯৩৩ জন এবং মৃত্যু হয়েছে ৮৪৮ জনের।
যদিও, বিরোধীদল এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে করোনা আক্রান্ত এবং মৃতের সরকারি সংখ্যার ব্যাপারে প্রশ্ন তোলা হয়েছে।
করোনা টিকা করোনা ভ্যাকসিন নভেল করোনাভাইরাস ভেনেজুয়েলা রাশিয়া স্পুটনিক-৫