Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফের আইসোলেশনে বরিস জনসন


১৬ নভেম্বর ২০২০ ০৯:৩০ | আপডেট: ১৬ নভেম্বর ২০২০ ১২:৩৬

যুক্তরাজ্যের অ্যাশফিল্ড থেকে নির্বাচিত পার্লামেন্ট সদস্য (এমপি) লি অ্যান্ডারসন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার পর সেলফ-আইসোলেশনে গেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। খবর বিবিসি।

এর আগে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) অ্যান্ডারসনের সঙ্গে ৩৫ মিনিটের এক বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী বরিস জনসন।

তবে, যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সেবা (এনএইচএস) কর্তৃপক্ষের পরীক্ষায় বরিস জনসনের শরীরে এ দফায় করোনার উপসর্গ পাওয়া যায়নি বলে জানানো হয়েছে।

মাইক্রো ব্লগিং ওয়েবসাইট টুইটারে রোববার (১৫ নভেম্বর) রাতে জনসন জানান, এনএইচএস টেস্ট অ্যান্ড ট্রেস এর পরামর্শে তিনি সেলফ আইসোলেশনে যাচ্ছেন। যদিও তার কোনো উপসর্গ নেই। তবুও, নিয়ম মেনে তিনি ১০ নম্বর ডাউনিং স্ট্রিট থেকে সরকারের মহামারি মোকাবিলা কার্যক্রমের নেতৃত্ব দেবেন।

এদিকে, ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাড়িতেই আইসোলেশনে থাকবেন প্রধানমন্ত্রী বরিস জনসন। চলতি সপ্তাহে পার্লামেন্টে যোগ দেওয়াসহ সরকারের রদবদলের মতো অনেক গুরুত্বপূর্ণ কাজে অংশ নেওয়ার কথা ছিল তার। আইসোলেশনের ফলে সেসব ঘরে বসেই সারতে হবে।

এছাড়াও, করোনা সংক্রমণ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া এবং দেশকে কয়েকটি ভাগে ভাগ করে কড়াকড়ি আরোপের বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রীর।

প্রসঙ্গত, মার্চে করোনায় আক্রান্ত হন বরিস জনসন। প্রথমে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাড়িতে সেলফ-আইসোলেশনে যান তিনি। পরে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থেকে চিকিৎসা নিয়ে তিনি নিয়মিত জীবনে ফিরে আসেন।

বিজ্ঞাপন

আইসোলেশন করোনা আক্রান্তের সংস্পর্শে আসা বরিস জনসন যুক্তরাজ্য

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর