Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বরাষ্ট্রমন্ত্রী করোনা পজিটিভ নাকি নেগেটিভ?


১৫ নভেম্বর ২০২০ ২০:৩৮ | আপডেট: ১৬ নভেম্বর ২০২০ ০৯:৫০

ফাইল ছবি

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামালের করোনা পরীক্ষায় দুই জায়গায় দুই ধরনের রিপোর্ট এসেছে। শনিবার (১৪ নভেম্বর) আইইডিসিআর’র পরীক্ষায় তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। কিন্তু রোববার (১৫ নভেম্বর) রাজারবাগ পুলিশলাইন হাসপাতালের পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে। এতে মন্ত্রণালয় সংশ্লিষ্টদের প্রশ্ন- তারা কি করোনা পজিটিভ নাকি নেগেটিভ?

বিজ্ঞাপন

এর আগে বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু সারাবাংলাকে বলেন, ‘প্রধানমন্ত্রীর একটি অনুষ্ঠানে যোগ দিতে স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র সচিব স্যার গতকাল আইইডিসিআর-এ নমুনা দিয়েছিলেন। সেখানকার পরীক্ষায় তাদের করোনা পজিটিভ আসে। আজ আবার রাজারবাগ পুলিশ হাসপাতালে নমুনা দিয়েছেন। এখনও ফলাফল পাওয়া যায়নি। তবে বর্তমানে দুজনই সুস্থ এবং বাসায় আইসোলেশনে আছেন।’

বিজ্ঞাপন

এই রিপোর্ট প্রকাশ হওয়ার পর সন্ধ্যায় রাজারবাগ পুলিশলাইন হাসপাতালে দেওয়া নমুনার পরীক্ষা রিপোর্ট আসে। তাতে করোনা নেগেটিভ আসে স্বরাষ্ট্রমন্ত্রীর। এ বিষয়ে জানতে চাইলে রাত আটটার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু সারাবাংলাকে বলেন, ‘গতকাল আইইডিসিআর’র পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে। আজ রাজারবাগে নেগেটিভ এসেছে। এখন স্যার কি করোনা পজিটিভ নাকি নেগেটিভ? এ প্রশ্নের উত্তর আপনারাই দিন। আমার কাছে উত্তর হ্যাঁ আবার না!’

নেগেটিভ পজিটিভ স্বরাষ্ট্রমন্ত্রীর করোনা