করোনায় আক্রান্ত স্বরাষ্ট্রমন্ত্রী
১৫ নভেম্বর ২০২০ ১৭:২৩ | আপডেট: ১৫ নভেম্বর ২০২০ ১৭:২৬
ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু সারাবাংলাকে তথ্যটি নিশ্চিত করেছেন।
শনিবার (১৪ নভেম্বর) করোনার নমুনা দেওয়ার পর পরীক্ষার ফলাফলে স্বরাষ্ট্রমন্ত্রীর করোনা পজিটিভ আসে বলে জানান তিনি। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীনও করোনায় আক্রান্ত হয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা বলেন, ‘প্রধানমন্ত্রীর একটি অনুষ্ঠানে যোগ দিতে স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র সচিব স্যার গতকাল আইইডিসিআরে নমুনা দিয়েছিলেন। নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ আসে। আজ আবার তারা রাজারবাগ পুলিশ হাসপাতালে নমুনা দিয়েছেন। এখনও ফলাফল পাওয়া যায়নি।’
তবে বর্তমানে দুজনই সুস্থ এবং বাসায় আছেন বলে জানান জনসংযোগ কর্মকর্তা অপু।